ফেনী | তারিখঃ April 8th, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 1799 বার

ঢাকা অফিস->>
ফেনীর কৃতি সন্তান সাংবাদিক জিল্লুর রহীম আজাদ আর নেই। শুক্রবার দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে রক্তক্ষরণ শুরু হলে ১টা ৩৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। তার সর্বশেষ কর্মস্থল ছিলো দৈনিক কালবেলা।
এর আগে সম্প্রতি তিনি বিএসএমএমইউতে ওপেনহার্ট সার্জারি অপারেশনের পরে দূর্ভাগ্যজনকভাবে সংক্রমিত হয়ে দ্বিতীয় দফায় সার্জারির কবলে পড়েন। তাই বেশ কিছুদিন ধরে সেখানে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
মরহুমের ছোটভাই বাদল জানান, ফেনীর দাগনভূঞার বাসিন্দা জিল্লুর রহীম আজাদ ব্যক্তিজীবনে চিরকুমার ছিলেন। তার নামাজে জানাজার বিষয়ে পরে জানানো হবে।
ফেনী সাংবাদিক ফোরাম ঢাকা’র প্রতিষ্ঠাকালীন সদস্য, সাবেক সহ-সভাপতি ও বর্তমান ইসি কমিটির সদস্য সিনিয়র সাংবাদিক জিল্লুর রহীম আজাদের মৃত্যুতে ফেনী সাংবাদিক ফোরাম, ঢাকা (এফএসএফডি) গভীরভাবে শোকাভিভূত।
সংগঠনের সভাপতি তানভীর আলাদিন ও সাধারণ সম্পাদক ফয়েজ উল্লাহ ভুঁইয়া তার মৃত্যুতে গভীর শোক জানান এবং মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন। তারা তার শোকাহত আত্মীয়-স্বজনের প্রতি সমবেদনা জানান।