ফেনীতে ২১ কেজি গাঁজা ও ২০০ বোতল ফেনসিডিলসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

ফেনী | তারিখঃ September 1st, 2023 | নিউজ টি পড়া হয়েছেঃ 1255 বার

সদর প্রতিনিধি->>

ফেনীর ফাজিলপুরের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এলাকায় অভিযান চালিয়ে ২১ কেজি গাঁজা ও ২০০ বোতল ফেনসিডিলসহ হৃদয় মালাকার কৃষ্ণ (১৯) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গ্রেপ্তার হৃদয় মালাকার কৃষ্ণ চট্টগ্রাম জেলারর মিরসরাই উপজেলার বারইয়ার হাট ইউনিয়নের জোরারগঞ্জ থানার ঘোপাল মালাকারের ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে ফেনী সদর উপজেলার ফাজিলপুর এলাকায় মহাসড়কের উপর একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশী শুরু করে র‌্যাব।
এ সময় বাসের জন্য অপেক্ষাকৃত সন্দেহভাজন একজনকে তল্লাশি করে তার সঙ্গে থাকা প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ২০০ বোতল ফেনসিডিল ও ২১ কেজি গাঁজা উদ্ধার করে র‌্যাব। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য প্রায় ৬ লাখ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী র‌্যাবকে জানান- দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য (গাঁজা ও ফেনসিডিল) ফেনী জেলার সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে পরবর্তীতে ফেনী, নোয়াখালী, চট্টগ্রামসহ পাশ্ববর্তী জেলার বিভিন্ন মাদক বিক্রতা ও মাদক সেবীদের কাছে বিক্রয় করে আসছে।

ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম চৌধুরী জানান, গ্রেপ্তারকৃত আসামী ও উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করেছে র‌্যাব।

Explore More Districts