ফেনীতে সিগারেট খাওয়াকে কেন্দ্র করে দুই ছাত্রলীগ নেতাকে ছুরিকাঘাত

ফেনী | তারিখঃ December 24th, 2023 | নিউজ টি পড়া হয়েছেঃ 162 বার

শহর প্রতিনিধি->>

ফেনী শহরের ডাক্তার পাড়ার নুরুজ্জামান উকিল সড়কে সিগারেট খাওয়া নিয়ে সিনিয়র জুনিয়র দ্বন্দ্বের জেরে ফেনী পৌর ছাত্র লীগের যুগ্ম সম্পাদক প্রসেনজিত ভৌমিক ওরফে রূপম (২৭) ও ১০নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদ হোসাইন ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন।

অভিযোগ উঠেছে মোহন হাজারী ও শাখাওয়াত নামে দুইজন তাদের দলবল নিয়ে হামলা চালিয়ে ছুরিকাঘাত করেছেন। ইতিমধ্যে এ ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

আহত রুপম শহরের ডাক্তার পাড়ায় পরিবারের সাথে থাকেন। তার পৈত্রিক বাড়ি ফেনীর ফুলগাজী উপজেলার দরবারপুর ইউনিয়নের বসন্তপুর। আহত জাহিদ পৌর ১০নং ওয়ার্ডের বাসিন্দা।

রোববার (২৪ ডিসেম্বর) বিকালে নুরুজ্জামান সড়কে রুপমকে তলপেটে ছুরিকাঘাত করা হয়। এবং জাহিদকে হাতে পায়ে ছুরি দিয়ে আঘাত করা হয়।

আহত রূপমের বন্ধু মো. রিয়াজ জানায়, অতি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছোট ভাইয়েরা রূপমকে ছুরিকাঘাত করেছে। দুপুরে সিনিয়রদের সামনে জুনিয়রদের সিগারেট খেতে নিষেধ করেছিলেন রূপমের সাথে থাকা অন্য একজন। এ নিয়ে একটু কথা কাটাকাটি হয়। তখন তারা চলে যায়।

তিনি বলেন, দুপুরের পর ছোটরা আরও কয়েক জনকে সাথে নিয়ে আসে এবং রূপমকে একা পেয়ে ছুরিকাঘাত করে চলে যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রলীগ নেতা জানান, ব্যাডমিন্টন খেলার জন্য মাঠ পরিষ্কার করতে সিনিয়র জুনিয়ররা একত্রিত হয়। এসময় সিনিয়ররা জুনিয়রদের সিগারেট খেতে নিষেধ করলে তারা গালিগালাজ করে দেখে নেবে বলে হুমকি দেয়। পরবর্তীতে তারা কিছুক্ষণ পর এসে মাস্টার পাড়ার রাসেল হাজারী ও মোহন হাজারীর নেতৃত্বে শাখাওয়াত, রাসেল, ওসামা, সোহাগ বাপ্পা নামে কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে এসে অতর্কিত হামলা চালিয়ে তাদের আহত করেন।

আহত রুপম ও জাহিদকে প্রথমে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এ ব্যাপারে জেলা ছাত্রলীগ সভাপতি তোফায়েল আহম্মদ তপু জানান, তিনি নির্বাচন সংক্রান্ত কাজে শহরের বাইরে রয়েছেন। ঘটনার বিষয়ে খবর নিয়ে জানাতে পারবেন৷

ফেনী সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজুর রহমান জানান, পুলিশ ওই ঘটনা শুনেছেন। তবে কেউ কোন অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Explore More Districts