ফেনীতে সাগরিকা এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত

ফেনী | তারিখঃ February 10th, 2024 | নিউজ টি পড়া হয়েছেঃ 2670 বার

শহর প্রতিনিধি->>

ফেনীতে ‘সাগরিকা এক্সপ্রেস’ ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। চাঁদপুর থেকে চট্টগ্রামগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেনটি শনিবার বিকেলে ফেনী রেলস্টেশনে পৌঁছলে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফেনী রেলস্টেশন মাস্টার হারুন উর রশীদ। তবে ট্রেনটি লাইনচ্যুত হলেও বিকল্প লাইন দিয়ে ঢাকা-চট্টগ্রামের রেলপথ এ সবধরণের ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।

স্টেশন মাস্টার জানান, বিকেল ৫টার দিকে চাঁদপুর থেকে চট্টগ্রামে যাওয়ার পথে সাগরিকা এক্সপ্রেস ট্রেনটি ফেনী স্টেশনের ২নম্বর প্লাটফ্রমে পৌঁছলে হঠাৎ একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে দূর্ঘটনার পর ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। স্টেশনের মুল প্লাটফ্রমের ১নং লাইন ও ৩নং লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।

ফেনী রেলস্টেশন মাস্টার হারুন উর রশীদ আরও বলেন, দূর্ঘটনার পর চট্টগ্রামে থাকা উদ্ধারকারী রিলিফ ট্রেনকে খবর দেওয়া হয়েছে। সন্ধ্যার পর রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে লাইনচ্যুত বগি মেরামতের কাজ শুরু করবে। দূর্ঘটনার পর রেলওয়ে পুলিশসহ, রেলপ্রকৌশল কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের ঊধর্বতন কর্মকর্তরা ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Explore More Districts