ফেনী | তারিখঃ January 26th, 2024 | নিউজ টি পড়া হয়েছেঃ 10872 বার
শহর প্রতিনিধি->>
ফেনীর শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স (এনসিটিএফ) ফেনী জেলা শাখার শিশু সদস্যরা। ইয়েস বাংলাদেশ ফেনীর সহযোগিতায় অর্ধশতাধিক শিশু ও শহরের বিভিন্ন শ্রমজীবী, রিক্সাচালক এবং অসহায় দুস্থদের কম্বল উপহার দেয় তারা।
শুক্রবার (২৬ জানুয়ারি) বিকালে জেলা পরিষদ প্রাঙ্গনে কম্বল বিতরণ অনুষ্ঠানে অতিথি ছিলেন এনসিটিএফ ফেনীর উপদেষ্টা
ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি প্রবীণ সাংবাদিক আবু তাহের ভুঞা ও দৈনিক মানবজমিনের জেলা প্রতিনিধি নাজমুল হক শামীম।
এনসিটিএফ ফেনীর সভাপতি ফারজানা আহমেদ অহনার সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি ছিলেন ফেনী ল’কলেজের অধ্যক্ষ অ্যাডভোকেট রাশেদ মাযহার, দৈনিক অজেয় বাংলার নির্বাহী সম্পাদক শাহজালাল ভুঁইয়া।
ইয়েস বাংলাদেশ ফেনীর জেলা স্বেচ্ছাসেবক মোস্তাফিজুর রহমান মুরাদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইয়েস বাংলাদেশ ফেনীর জেলা স্বেচ্ছাসেবক (মেয়ে) হাফসা বিনতে ইকবাল জিনিয়া এবং এনসিটিএফ ফেনীর কার্যকরী কমিটির সদস্য ও সাধারণ সদস্যরা।
এসময় উপদেষ্টারা এনসিটিএফ এর কার্যক্রমে ভূয়সী প্রশংসা করে আগামীতে এসব সহউদ্যোগী কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানান এবং সবধরনের সহযোগিতার আশ্বাস দেন।
এনসিটিএফ ফেনীর সভাপতি ফারজানা আহমেদ অহনা জানান, এনসিটিএফ শিশুরা নিজেরা টাকা সংগ্রহ করে ৫০ জন মানুষের মাঝে শীতের কম্বল বিতরণ করছে। আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে ২০ জনকে দেয়া হয়েছে, বাকিগুলো এনসিটিএফ সদস্যরা বিভিন্ন জায়গায় গিয়ে পৌঁছে দেবে।
কম্বল বিতরণ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার শীতার্ত মানুষরা উপস্থিত ছিলেন।