ফেনীতে শিয়ালের মাংস বিক্রির সময় হাতেনাতে ধরা

ফেনী | তারিখঃ June 3rd, 2023 | নিউজ টি পড়া হয়েছেঃ 3184 বার

শহর প্রতিনিধি->>

ফেনীতে শিয়ালের মাংস বিক্রির সময় এক ব্যক্তিকে হাতেনাতে আটক করে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৩ জুন) দুপুরে ফেনী সদর উপজেলার গেইট (সি.অফিস) সংলগ্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) লিখন ভৌমিক।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন খুলনা বাগেরহাটের উপজেলার মোরেলগঞ্জের আবুল হোসেনের ছেলে মো. শিপন (৩০)। সে বর্তমানে সুলতানপুরে বসবাস করে।

সহকারী কমিশনার ভূমি জানান, ফেনী উপজেলার গেইটের বিপরিতে একজন ব্যক্তি শিয়ালের মাংস বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। সেখানে গিয়ে দেখি একজন ব্যক্তি শিয়ালের মাথা, চামড়া ও মাংসকে সাজিয়ে খোলা বাজারে বিক্রি করছে। সাথে সাথে আটক করা হয় তাকে। পরে বন্যপ্রাণী সংরক্ষণ আইন ২০১২ এর ৩৯ ধারায় তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় এবং তার কাছে থাকা শিয়ালের মাংসগুলো জব্দ করে উপজেলার ভেতরে মাটিতে কেরোসিন দিয়ে পুতে ফেলা হয়।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আনিসুর রহমান জানান, কোনো বন্যপ্রাণী হত্যা করা বা ধ্বংস করা আইনত দণ্ডনীয় অপরাধ। সেই অপরাধে বলা হয়েছে সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে এক বছর জেল অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। শিয়ালের মাংস বিক্রি করার অপরাধে যে জরিমানা করা হয়েছে এই জরিমানার মাধ্যমে অন্যদেরও সতর্ক করা হয়েছে বলে মনে করেন তিনি।

Explore More Districts