ফেনীতে শিক্ষা প্রতিষ্ঠানে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছে পৌর মেয়র – prothom-feni.com

ফেনীতে শিক্ষা প্রতিষ্ঠানে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছে পৌর মেয়র – prothom-feni.com

ফেনী | তারিখঃ সেপ্টেম্বর ১১, ২০২১ | নিউজ টি পড়া হয়েছেঃ 1712 বার

শহর প্রতিনিধি->>

ফেনীতে শিক্ষা প্রতিষ্ঠানে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছে পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী। শনিবার ফেনী পৌরসভার পক্ষ থেকে শহরের সব শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণিকক্ষ ও আশপাশের আঙ্গিনা পরিষ্কার-পরিচ্ছন্ন করে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে মশক নিধক অভিযান চালানো হয়েছে।

জানাযায়, চলমান করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর সরকারী নিদের্শনা অনুযায়ী রোববার সারাদেশের ন্যায় ফেনীতে শিক্ষা প্রতিষ্ঠান গুলো খুলতে চলছে। ইতিমধ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা কাজ শেষ হয়েছে। ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজীর উদ্যোগে করোনা প্রার্দুভাব থেকে শিক্ষক-শিক্ষার্থীদের সুরক্ষায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি জীবানুনাশক স্প্রে ছিটিয়ে মশক নিধন অভিযান পরিচালনা করেছে।

শনিবার সরেজমিনে উপস্থিত থেকে ফেনী সরকারি কলেজের প্রশাসনিক ভবন, হিসাব বিজ্ঞান ভবন, রসায়ন ভবন, কলা ভবন, অডিটোরিয়াম ভবনের আশপাশে ফগার মিশিনের মাধ্যমে ওষুধ ছিটান মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী। এসময় ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বিমল কান্তি পাল, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোশারফ হোসেনসহ কলেজের শিক্ষক মন্ডলি ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেন, ফেনী পৌরসভার পক্ষ থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ফগার মেশিনের মাধ্যমে শ্রেণিকক্ষ ও স্কুলের আঙিনায় মশক নিধন কার্যক্রম পরিচালনা করছি যাতে করে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সুস্থ্যভাবে শিক্ষাপ্রতিষ্ঠানে এসে ক্লাস করতে পারে।

Sharing is caring!

Explore More Districts