ফেনীতে যুবলীগের দু’গ্রুপে সংঘর্ষের ঘটনায় মামলা, আসামী ১৬ জন

ফেনী | তারিখঃ August 12th, 2023 | নিউজ টি পড়া হয়েছেঃ 791 বার

সদর প্রতিনিধি->>

ফেনীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগের দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় ১৬ জনকে আসামী করে শনিবার ফেনী মডেল থানায় মামলা রেকর্ড হয়েছে। পুলিশ ওই ঘটনায় জড়িত কাউকে শনিবার রাত পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি।

জানা যায়, ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় ইউপি সদস্য দেলোয়ার হোসেন ডালিমের সঙ্গে আধিপত্য বিস্তার নিয়ে জেলা যুবলীগের সাবেক সমাজসেবা সম্পাদক এনায়েত উল্লাহ মুন্না ও স্থানীয় যুবলীগ কর্মী সরোয়ার হোসেন রতনের বিরোধ চলে আসছে। ওই বিরোধের জেরে শুক্রবার রাতে পাঁচগাছিয়া বাজারে ছাত্রলীগ নেতা রুবেলের দোকানে বসা ছিলেন ডালিমের অনুসারী হিসেবে পরিচিত হায়দার হোসেন পিংকু। এসময় ৩০-৩৫ জন যুবক এসে এলোপাতাড়ি হামলা চালিয়ে পিংকুর মাথায় আঘাত করে। তার চিৎকারে পার্শ্ববর্তী অফিস কক্ষে থাকা ডালিমসহ আশপাশের লোকজন এগিয়ে এসে হামলাকারীদের ওপর হামলা চালায়। এতে জাবেদ উল্লাহ নামে একজন গুরুতর আহত হন। আহত পিংকু ও জাবেদকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পিংকু পাঁচগাছিয়া বাজার এলাকা ও জাবেদ বিরলী এলাকার বাসিন্দা।

মামলার বাদি কামরুজ্জামান রুবেল এজহারে উল্লেখ করেন, দীর্ঘদিন স্থানীয় এনায়েত উল্লাহ মুন্নাসহ কিছু লোক তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবী করে আসছিলেন। তিনি তা দিতে অস্বীকৃতি জানালে তারা শুক্রবার রাতে তার দোকানে অতর্কিত হামলা চালায়। এঘটনায় তিনি জেলা যুবলীগের সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক এনায়েত উল্লাহ মুন্নাসহ ১৬ জনের নাম উল্লেখ করে মামলা করেন।

এদিকে যুবলীগ নেতা ও স্থানীয় ইউপি সদস্য দেলোয়ার হোসেন ডালিম জানান, তিনি ব্যক্তিগত কার্যালয়ে জায়গা-জমি সংক্রান্ত সালিশি বৈঠকে ছিলেন। শোরগোল শুনে বেরিয়ে এলে মিয়াজী এন্টারপ্রাইজে হামলা হচ্ছে দেখে এগিয়ে যান। স্থানীয়রা হামলাকারী একজনকে ধরে পিটুনি দেয়।

ফেনী জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চৌধুরী আহমেদ রিয়াদ আজিজ রাজীব বলেন, বিকাশ দোকান থেকে ক্যাশ আউট করে টাকা উত্তোলনের সময় দুর্বৃত্তরা টাকা ছিনিয়ে নেয়ার চেস্টা করেছে। তাৎক্ষনিক পিংকু নামের এক ব্যক্তি তাতে বাধা দিলে দুর্বৃত্তরা তাকে পিটিয়ে আহত করেছে বলে শুনেছি।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী জানান, শুক্রবার রাতে পাঁচগাছিয়া বাজার এলাকায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় ১৬ জনের নামে মামলা রেকর্ড করা হয়েছে। আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Explore More Districts