ফেনীতে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ প্রস্তুতি সভা

ফেনী | তারিখঃ June 7th, 2023 | নিউজ টি পড়া হয়েছেঃ 410 বার

শহর প্রতিনিধি->>

ফেনীতে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৪ জুন চট্টগ্রাম বিভাগীয় তারুণ্যের সমাবেশ সফল করার লক্ষ্যে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।

সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দীন মজুমদার, ফেনী জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার ও সদস্য সচিব আলাল উদ্দিন আলাল।

ফেনী জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিমের সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েলের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা ছাত্রদল সভাপতি এস এম সালাউদ্দিন মামুন প্রমুখ।

সভায় বিভিন্ন উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Explore More Districts