ফেনীতে যুবদলের চার নেতা আটক

ফেনী | তারিখঃ October 26th, 2023 | নিউজ টি পড়া হয়েছেঃ 6278 বার

নিজস্ব প্রতিনিধি->>

আগামী ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ অংশ নিতে ঢাকা যাওয়ার পথে বাস তল্লাশি করে ফেনী যুবদলের চার নেতাকে আটক করা হয়েছে বলে দাবি করেছে জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল।

বৃহস্পতিবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার বিসিক মোর এলাকা থেকে যাত্রীবাহী বাস তল্লাশি করে তাদের আটক করা হয়েছে।

আটককৃত হলো-ফেনী জেলা যুবদলের সহ সম্পাদক সহ সম্পাদক মুন্সি এনামুল হক কামরুল, সদস্য আতিকুর রহমান মামুন, ফেনী পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রাসেল পাটোয়ারী ও ফেনী সদর যুবদলের যুগ্ন আহবায়ক ইস্রাফিল মাসুদ।

জেলা বিএনপি’র সদস্য সচিব আলাল উদ্দিন আলাল আরো জানান, আগামী ২৮ অক্টোবর শনিবার রাজধানীর নয়া পল্টনে বিএনপির কার্যালয়ের সামনে মহাসমাবেশে অংশ নিতে ইতোমধ্যে ফেনী থেকে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের দশ হাজার নেতা-কর্মী ঢাকা পৌঁছেছে। বৃহস্পতিবার বিকেলে যুবদলের চার নেতা যাত্রীবাহি স্টার লাইন বাসযোগে ঢাকা যাচ্ছিলেন। ঢাকা যাওয়ার পথে বিসিক মোড় এলাকায় বাস তল্লাশি করে জেলা গোয়েন্দা পুলিশ ও ফেনী মডেল থানা পুলিশ চার নেতাকে আটক করেছে।

তিনি আরো বলেন, বিএনপির মহাসমাবেশের অংশ নেওয়ার জন্য নেতা কর্মীরা যখন ঢাকা প্রস্তুতি নিচ্ছিল তখন বুধবার রাত থেকে জেলায় বিভিন্ন বিএনপির নেতা-কর্মীর বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। যাদের নামে মামলা নেই এমন অনেক নেতা-কর্মীর বাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ।

ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী আরো জানান, বাস তল্লাশি করে যাদের আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে কোন মামলা আছে কিনা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলা থাকলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বিএনপির নেতাদের বাড়িতে তল্লাশের বিষয়ে জানতে চাইলে। তিনি বলেন, ওয়ারেন্ট ছাড়া বিএনপির কোন নেতার বাড়িতে তল্লাশি করা হচ্ছে না।

Explore More Districts