ফেনীতে মশাল মিছিল, ফেরার পথে বিএনপি নেতা আকবর গ্রেপ্তার

ফেনীতে মশাল মিছিল, ফেরার পথে বিএনপি নেতা আকবর গ্রেপ্তার

ফেনীতে মশাল মিছিল, ফেরার পথে বিএনপি নেতা আকবর গ্রেপ্তার

ফেনীর দাগনভূঞায় বিএনপির মশাল মিছিল থেকে উপজেলা বিএনপির সভাপতি, সাবেক মেয়র ও ফেনী-৩ আসনের এমপি প্রার্থী আকবর হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় দাগনভূঞা রামনগরে তফসিল বাতিলসহ সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বিএনপির সপ্তম দফার অবরোধ কর্মসূচির সমর্থনে মশাল মিছিল বের করে বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা।

মশাল মিছিলে জেলা বিএনপি নেতা আকবর হোসেন, যুবদল নেতা ইসমাইল হোসেন সবুজ ও নাছির উদ্দীনের নেতৃত্বে নেতাকর্মীরা অংশ নেয়। এসময় নেতাকর্মীরা সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দেন।

মিছিল শেষে বাড়ি ফেরার সময় স্থানীয় পৌর এলাকা থেকে দাগনভূঞা উপজেলা বিএনপির সভাপতি, সাবেক মেয়র ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসনের বিএনপির ধানের শীষের প্রার্থী আকবর হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

দলীয় সূত্রে জানা যায়, আকবর হোসেনের নেতৃত্বে স্থানীয় উপজেলা শহরে একটি মশাল মিছিল করা হয়। এরপর বাড়ি ফেরার সময় পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন আকবর হোসেনের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

উল্লেখ্য, এক দফা দাবি আদায়ে দেশব্যাপী ৪৮ ঘণ্টার টানা অবরোধ আগামী রবিবার (২৬ নভেম্বর) ভোর ৬টা থেকে শুরু হয়ে এই অবরোধ কর্মসূচি চলবে মঙ্গলবার (২৮ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত।

এসি

Explore More Districts