ফেনীতে ভোটের আগে-পরে নেতাকর্মীদের করণীয় জানালেন নিজাম হাজারী

ফেনী | তারিখঃ January 1st, 2024 | নিউজ টি পড়া হয়েছেঃ 897 বার

নিজস্ব প্রতিনিধি->>

ফেনী সদর আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী ভোটের দিনের আগে-পরে নেতাকর্মীদের করণীয় ঠিক করে দিয়েছেন। সোমবার (১ জানুয়ারি) দুপুরে শহরের একটি কনভেনশন হলে ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ভোটকেন্দ্র প্রধান ও উপপ্রধানদের নিয়ে মতবিনিময় সভায় তিনি নির্দেশনা দেন।

এ সময় নিজাম উদ্দিন হাজারী বলেন, এবারের নির্বাচন আওয়ামী লীগের জন্য একটি চ্যালেঞ্জ। নির্বাচনের বিরুদ্ধে দেশি-বিদেশি ষড়যন্ত্র হচ্ছে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ়তার কারণে সব ষড়যন্ত্র ভেস্তে গেছে।

নিজাম উদ্দিন হাজারী বলেন, অতি উৎসাহী হয়ে কেউ জাল ভোট দেবেন না। আমি জাল ভোটের এমপি হতে চাই না। সাধারণ মানুষের ভোটে এমপি হতে চাই। তবে কোনো ভোটারকে নৌকায় ভোট দিতে বাধ্য করা যাবে না। ভোটাররা কেন্দ্রে উপস্থিত হলে আমি বিপুল ভোটে জয়ী হব।

তিনি আরও বলেন, সদর ও পৌর ১৪০টি কেন্দ্রের ভোটারদের মধ্যে ভোটার স্লিপগুলো বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেবেন। সবাইকে ভোট কেন্দ্রে আনার দায়িত্ব নিতে হবে। এ ছাড়া ৭ তারিখ বিকেলে প্রত্যেক কেন্দ্রে প্রিসাইডিং অফিসারের সই করা ফলাফল বিবরণী বুঝে নেবেন।

ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি করিম উল্লাহ বিকমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি হাফেজ আহমদ। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট।

Explore More Districts