ফেনীতে ভারতীয় চিনিসহ পিকআপ জব্দ

ফেনী | তারিখঃ January 16th, 2024 | নিউজ টি পড়া হয়েছেঃ 24737 বার

শহর প্রতিনিধি->>

ফেনীতে পুলিশ দেখে পিকআপে ১৭ বস্তা ভারতীয় চিনি রেখে পালিয়েছে এক চালক। মঙ্গলবার দুপুরে ফেনী শহরের আবু বক্কর সড়কের এম.জি এন্টারপ্রাইজের গোডাউনের সামনে এঘটনা ঘটেছে। পরে পুলিশ ১৭ বস্তা ভারতীয় চিনিসহ পিকআপটি জব্দ করেছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সদীপ কুমার দাস।

গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল শহরের আবু বক্কর সড়কে অভিযান চালায়। এ সময় পিকআপ চালক পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ি রেখে পালিয়ে যায়। পরে পুলিশ ১৭ বস্তায় ৮৫০ কেজি চিনিসহ পিকআপটি (ফেনী-ন-১১-১১৪৯) জব্দ করে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয় নিয়ে যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানায়, চোরাকারবারি চক্রটি ভারতীয় চিনির বস্তাগুলো দেশীয় একটি ব্র্যান্ডের চিনির বস্তায় ভরে ফেনী সহ বিভিন্ন জায়গায় গোপনে বাজারজাত করছে।

ফেনী ডিবির ওসি সদীপ কুমার দাস আরও বলেন, ১৭ বস্তা চিনিসহ পিকআপটি জেলা গোয়েন্দা পুলিশ কার্যালয় নিয়ে আসা হয়েছে। গাড়িতে লাগানো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালন সংক্রান্ত স্টিকারে দেখা যায়, ওই গাড়ির ড্রাইভার এর নাম নুর উদ্দিন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে পিকআপ চালকের নামে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

প্রসঙ্গত, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর রোববার ভোরে ফেনীর ফুলগাজীতে ১৬৮ বস্তা ভারতীয় চিনিসহ এক চোরাকারবারিকে গ্রেপ্তার করে পুলিশ। উপজেলার আনন্দপুর ইউনিয়নের হাসানপুর এলাকা থেকে চিনিগুলো উদ্ধার করা হয়। এঘটনায় আবদুল হান্নান রানা মামুন (৩৯) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছিলো। তিনি ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের মাটিয়াগোদা গ্রামের খোরশেদ আলমের ছেলে।

Explore More Districts