ফেনীতে বিভিন্ন ব্র্যান্ডের ১৫’শ বোতল ভেজাল তেল জব্দ

ফেনী | তারিখঃ October 7th, 2023 | নিউজ টি পড়া হয়েছেঃ 3786 বার

শহর প্রতিনিধি->>

ফেনীতে বিভিন্ন ব্র্যান্ডের ১৫’শ বোতল ভেজাল তেল জব্দ করেছো পুলিশ। শুক্রবার রাতে শহরের পুর্ব উকিল পাড়ার একটি বাড়ির গোডাউন থেকে ভেজাল মালামালসহ কাজী মোশারফ হোসেন নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার কাজী মোশারফ হোসেন কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথ ইউনিয়নের দক্ষিন বেতিয়ারা গ্রামের কাজী ইয়াকুবের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফেনী মডেল হাই স্কুল সংলগ্ন পূর্ব উকিলপাড়ার ডাক্তার আবুল কাসেমের মালিকানাধীন বাড়ির গোডাউনে অভিযান চালায় পুলিশ। এসময় গোডাউন থেকে বিভিন্ন নামীদামি ব্র্যান্ডের ১ হাজার ৪শ ৮৯ বোতল ভেজাল তেল জব্দ করা হয়। এর মধ্যে ৩৩০ মিলি ওজনের ৯৬ বোতল কিউট, ৪৮০ বোতল ১৬০ মিলি কিউট, ৪০ বোতল ৩৫০ মিলি প্যারাসুট, ২৭৫ বোতল ২০০ মিলি প্যারাসুট, ৩৩৬ বোতল ১শ মিলি প্যারাসুট, ১৪৪ বোতল ২শ মিলি প্যারাসুট বেলীফুল, ৩০ বোতল ২শ মিলি কুমারিকা, ৪০ বোতল ২৭৫ মিলি ডাবর আমলা, ৪৮ বোতল ১৮০ মিলি ডাবর আমলা রয়েছে।

অভিযান পরিচালনাকারী ফেনী শহর পুলিশ ফাঁড়ির এসআই হায়াত উল্লাহ জানান, জব্দকৃত মালামালের মূল্য ২ লাখ ১৪ হাজার ৬শ ২৫ টাকা।

মামলার তদন্ত কর্মকর্তা ফেনী মডেল থানার এসআই বেলাল হোসেন জানান, ভেজাল তেল জব্দের ঘটনায় শহর পুলিশ ফাঁড়ির এসআই হায়াত উল্লাহ বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেছেন। গ্রেপ্তাকৃত কাজী মোশারফকে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Explore More Districts