ফেনীতে বিপন্ন প্রজাতির ৩টি হনুমান উদ্ধার, দুই যুবক গ্রেপ্তার

ফেনী | তারিখঃ October 15th, 2023 | নিউজ টি পড়া হয়েছেঃ 3930 বার

শহর প্রতিনিধি->>

ফেনীতে বিপন্ন প্রজাতির তিনটি হনুমানসহ দুই যুবকে আটক করেছে পুলিশ। রোববার (১৫ অক্টোবর) দুপুরে ফেনী মডেল থানায় জেলা পুলিশের পক্ষ থেকে সাংবাদিকদের এমন তথ্য জানিয়েছেন। এর আগে শনিবার (১৪ অক্টোবর) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপুল থেকে হনুমান উদ্ধার ও ২ যুবককে আটক করা হয়।

এরা হলেন, সোনাগাজী উপজেলার বক্তারমন্সি এলাকার মো. কামাল উদ্দিনের ছেলে মো. সুজন উদ্দিন(২৪) ও নোয়াখালী জেলার চাটখিল উপজেলার ডেলিয়া এলাকার সামছুল আলমের ছেলে মো. শাকিল(২৫)।

পুলিশ জানায়, শনিবার রাতে ওই লালপোলস্থ মুহুরী ফিলিং স্টেশনের সামনে পুলিশ চেকপোষ্ট বসিয়ে গাড়ি তল্লাশি করে। এসময় চট্টগ্রাম হতে ঢাকামুখী (ঢাকা মেট্টো খ-১২-৮৬৪৪) একটি প্রাভেটকার থামিয়ে তল্লাশি চালিয়ে বসার সিটে সাদা প্লাস্টিকের বস্তার মধ্যে কালো মুখ প্রজাতির ৩টি হনুমানসহ দুই যুবককে আটক করা হয়।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াইংপ্রু বিষয়টি নিশ্চিত করে জানান,লাইসেন্স ব্যতীত ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখে বন্যপ্রানী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ এর ৩৪ ধারার অপরাধ করায় আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

প্রসঙ্গত, চলতি মাসের ৭ অক্টোবর ফেনীতে দুটি কালো মুখ প্রজাতির হনুমান ও বিরল প্রজাতির বেশ কয়েকটি কাছিম উদ্ধার করেছিলো পুলিশ।

Explore More Districts