ফেনী | তারিখঃ December 7th, 2023 | নিউজ টি পড়া হয়েছেঃ 9872 বার

শহর প্রতিনিধি->>
ফেনীতে সরকারি দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে বিএনপির স্থানীয় এক নেতাকে বাড়ি থেকে ধরে নিয়ে মারধরের পর পুলিশে সোপর্দ করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে ফেনী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বারাহিপুরে এ ঘটনা ঘটে।
পুলিশে দেওয়া ওই নেতার নাম জহির উদ্দিন (৩৮)। তিনি ফেনী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। পুলিশ তাঁকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে। তবে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতারা তাঁকে পিটিয়ে পুলিশে দেওয়ার বিষয়টি অস্বীকার করেছে।
জহিরের ভাই মো. ফারুক অভিযোগ করে বলেন, অন্যান্য দিনের মতো তাঁর ভাই দুপুরের খাবার খেতে বেলা একটার দিকে বাড়িতে আসেন। এর কিছুক্ষণ পরে ছাত্রলীগ-যুবলীগের ১৫ থেকে ২০ জন নেতা-কর্মী বারাহিপুরে বাড়িতে এসে তাঁকে (জহির) খোঁজাখুঁজি করেন। এ সময় জহির ঘরেই ছিলেন। তখন সরকারি দলের লোকজন জোর করে ঘরে ঢুকে জহিরকে টেনেহিঁচড়ে বাইরে এনে মারধর করেন। এরপর তাঁরা ফেনী থানা-পুলিশকে খবর দিয়ে জহিরকে তাঁদের হাতে তুলে দেন।
তবে বিষয়টি অস্বীকার করেছেন জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহমেদ। তিনি বলেন, তাঁরা সাংবাদিকদের কাছ থেকে বিষয়টি প্রথম শুনেছেন। এমন কোনো ঘটনার কথা তাঁদের জানা নেই। ফেনী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুল আলমও বিষয়টি অস্বীকার করেন।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী বলেন, জহিরকে ধরে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। তাঁর বিরুদ্ধে থানায় একাধিক মামলা আছে।