ফেনীতে “বঙ্গবন্ধু ও মানচিত্র” অনুষ্ঠানে সম্মিলিত সাংস্কৃতিক জোটের শেখ মুজিবকে স্মরণ

ফেনী | তারিখঃ August 25th, 2023 | নিউজ টি পড়া হয়েছেঃ 2833 বার

শহর প্রতিনিধি->>

ফেনীতে বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাত বার্ষিকীতে কথামালা, সাংস্কৃতিক অনুষ্ঠান “বঙ্গবন্ধু ও মানচিত্র” আয়োজন করেছে
সম্মিলিত সাংস্কৃতিক জোট ফেনী জেলা শাখা।

শুক্রবার বিকেলে শহরের ট্রাংক রোডের কেন্দ্রীয় শহীদ মিনার বেদিতে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট ফেনী জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি জাহিদ হোসেন বাবলু।

সম্মিলিত সাংস্কৃতিক জোট ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক সমর দেব নাথের সঞ্চালনায় অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি জিপি প্রিয় রঞ্জন দত্ত, বীর মুক্তিযোদ্ধা প্রথম আলো’র প্রতিবেদক আবু তাহের, পৌর আওয়ামী লীগের সভাপতি আইনুল কবির শামীম।

বক্তব্য রাখেন জোটের সহ সভাপতি ও আলাপন আবৃত্তি চর্চা কেন্দ্র ফেনীর সভাপতি কবি মঞ্জুর তাজিম, সংলাপ নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক নারায়ন নাগ, উদয়ন সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক শান্তি রঞ্জন চৌধুরী, সুবচন নাট্য দলের নাসির উদ্দিন সাইমুম, সংলাপ নাট্যগোষ্ঠীর হারুন-উর রশিদ, আর্য সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি প্রদীপ দেবনাথ, সেলিম আল দীন চর্চা কেন্দ্র ফেনীর সভাপতি অ্যাডভোকেট রাশেদ মাযহার, নজরুল একাডেমী ফেনী জেলা শাখার সহ সভাপতি এডভোকেট সাইফুদ্দিন মজুমদার শাহীন, কবি ওবায়েদ মজুমদার, বলপয়েন্ট’র এডমিন ইকবাল আলম, লালন একাডেমীর মোহাম্মদ উল্যাহ, পঞ্চবটি সাংস্কৃতিক সংগঠনের পরিচালক পৃথ্বীরাজ চক্রবর্তী, ফেনী থিয়েটারের সদস্য সচিব আনোয়ার হোসেন রাজু, অনুরণন আবৃত্তি চর্চা কেন্দ্রের সদস্য সচিব এম এফ রহমান মিলন, আলাপন আবৃত্তি চর্চা কেন্দ্রের সাধারণ সম্পাদক নাজমুল হক শামীম, আমন্ত্রন সাংস্কৃতিক একাডেমীর সভাপতি মো. শাহ আলম, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা ফেনী জেলা শাখার সভাপতি দিলু সরকার, চারণ সাংস্কৃতিক কেন্দ্র ফেনীর সাধারণ সম্পাদক আর কে শামীম পাটোয়ারী, ফেনী সাহিত্য সভার আহ্বায়ক শাবিহ মাহমুদ, সদস্য সচিব বকুল আক্তার দরিয়া, জাগরণী সাংস্কৃতিক একাডেমী সাধারণ সম্পাদক রাজীব দাস বাবলু, নজরুল একাডেমী ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জাহাঙ্গির, নজরুল একাডেমী পরশুরাম উপজেলার সভাপতি আবু ইউসুফ মিন্টু, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা জেলা শাখার সাধারণ সম্পাদক ওমর ফিরোজ মামুন, ফেনী সদর শাখার সভাপতি আব্দুর রহিম প্রমুখ।

সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠক নাজমুল হক শামীমের সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সমবেত সংগীত, কোরাস সংগীত, একক সংগীত, বৃন্দ আবৃত্তি, একক আবৃত্তি, স্বরচিত কবিতা পাঠ করেন শতাধিক শিল্পী।

সাংস্কৃতিক অনুষ্ঠানে আর্য সাংস্কৃতিক কেন্দ্র, উদয়ন সাংস্কৃতিক কেন্দ্র, আলাপন আবৃত্তি চর্চা কেন্দ্র, অনুরণন আবৃত্তি চর্চা কেন্দ্র, পঞ্চবটি সাংস্কৃতিক সংগঠন, জাগরণী সাংস্কৃতিক একাডেমী, ফেনী থিয়েটার, সংলাপ নাট্যগোষ্ঠী, সুবচন নাট্য দল, পায়রা শিশু কিশোর সংগঠন, সঙ্গীত শিক্ষার্থী সম্মেলন, চারণ সাংস্কৃতিক কেন্দ্র, আমন্ত্রন সাংস্কৃতিক কেন্দ্র, সংগীত নিকেতন, নজরুল একাডেমী পরশুরাম ও ফুলগাজী উপজেলা, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা জেলা ও সদর, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, রবীন্দ্র সাংস্কৃতিক কেন্দ্র, ফেনী সাহিত্য সভা, সাহিত্য সংগঠন বলপয়েন্ট, ফেনী আর্ট স্কুলসহ প্রায় ২৫ টি সংগঠন অংশগ্রহণ করেছে।

সমাবেশে বীর মুক্তিযোদ্ধা, কবি, সাহিত্যিক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গ ও সাংস্কৃতিক কর্মীবৃন্দ, শিল্পীবৃন্দ উপস্থিত ছিলেন।

Explore More Districts