ফেনীতে পুলিশের নজরদারিতে কুরবানীর পশুর হাট – prothom-feni.com

ফেনীতে পুলিশের নজরদারিতে কুরবানীর পশুর হাট – prothom-feni.com

শহর প্রতিনিধি->>

ফেনীতে পুলিশের নজরদারিতে কুরবানীর পশুর হাট। বৃহস্পতিবার পৌরসভার প্রথম হাটবারে শহরের সিও অফিস অস্থায়ী গরুর বাজার ও ফেনী পাইলট হাই স্কুলের গরুর হাট পরিদর্শন করেছে পুলিশে উদ্ধর্তন কর্মকর্তারা।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অংপ্রু মারমা হাট দুটি পরিদর্শন করে হাট ইজারাদারদেরকে স্বাস্থ্যবিধি মেনে বেচাকেনা করার জন্য অনুরোধ করেছেন।
একই সাথে গরুর হাটে উপস্থিত ক্রেতা-বিক্রেতাকে মাস্ক পড়ে হাটে অবস্থান করার অনুরোধ করেন।

এসময় ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নিজাম উদ্দিনসহ অন্যান্য অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে আসন্ন পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে কোরবানির পশুর হাটে পুলিশের পক্ষ থেকে নিম্নোক্ত পরামর্শগুলো মেনে চলার জন্য ইজারাদার ও ক্রেতাদেরকে অনুরোধ করা হয়েছে।

### কোরবানির পশুর হাটে আগত সকলকে মাস্ক পরা নিশ্চিত করতে হবে। বাজারের নির্দিষ্ট স্থানে সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করতে হবে।
### কোরবানির পশুর বাজারে ক্রেতা/বিক্রেতা সামাজিক দুরত্ব বজায় রেখে পশু ক্রয়-বিক্রয় করতে হবে।
### অজ্ঞান পার্টি ও পকেটমারের বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বাজার কমিটি ১০ মিনিট পর পর মাইকিং করা নিশ্চিত করতে হবে।
### কোরবানির পশুর হাটে প্রবেশের ও বাহিরের ভিন্ন পথ নিশ্চিত করতে হবে।
### ইজারাদারদের হাসিলের তালিকা প্রকাশ্য স্থানে টানিয়ে দিতে হবে।
### বড় অংকের টাকা আনা নেওয়ার সময় পুলিশের সহায়তা নেওয়া যাবে।
### টাকা লেনদেনের ক্ষেত্রে জাল নোটের প্রতি সর্তক দৃষ্টি রাখতে হবে। সন্দেহ হলে জাল নোট যাচাইয়ের বুথে/ ব্যাংকের মাধ্যমে যাচাই বাচাই করতে হবে।
### বাজারে অপরিচিত লোকজনের দেওয়া কিছু খাওয়া যাবে না।
### কোরবানি পশু পরিবহনের যানবাহনে কোন ধরনের বাধা প্রদান করা যাবে না।
### পশুর হাটের ইজারাদারের লোকজন ক্রেতা/বিক্রেতার সাথে কোনভাবে খারাপ আচরণ করা যাবে না।

Sharing is caring!

Explore More Districts