ফেনীতে নৌকায় ভোট চেয়ে বাড়ি বাড়ি যাচ্ছেন নিজাম হাজারী

ফেনী | তারিখঃ October 2nd, 2023 | নিউজ টি পড়া হয়েছেঃ 3479 বার

সদর প্রতিনিধি->>

ফেনীতে বৃষ্টিকে উপেক্ষা করে প্রান্তিক জনপদে শেখ হাসিনার জন্য দোয়া চেয়ে নৌকা মার্কার ভোট চাইলেন ফেনী-২ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।

দলীয় সূত্র জানায়, সোমবার বিকেলে ফেনী সদর উপজেলার বালিগাঁও থেকে ফেনী আসার পথে উত্তর ধলিয়াতে আসলে রাস্তায় কিছু বয়স্ক লোক দেখে গাড়ী থেকে নেমে তাদের সাথে কুশল বিনিময় করেন সাংসদ নিজাম উদ্দিন হাজারী।

স্থানীয় জনসাধারণ গ্রামের ছমীর উদ্দিন ভূঞা বাড়ীর রাস্তার দুর্দশার কথা জানালে সাংসদ বৃষ্টির মধ্যে পায়ে হেঁটে রাস্তাটি দেখতে যান। এসময় সাংসদকে দেখে বাড়ীর মহিলারা এসে তাদের বিভিন্ন সমস্যার কথা বলেন। তাৎক্ষণিক সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলে আগামী এক সপ্তাহের মধ্যে রাস্তার কাজ শুরু করার ঘোষনা দেন।

এছাড়া ওই বাড়ীর একজন অসহায় মানুষ সাংসদের কাছে সহযোগিতা চাইলে তার পরিবারের জন্য বিশ হাজার টাকা অনুদান দেন।

এসময় উপস্থিত সাংসদ সবার কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া চান এবং আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে নৌকায় ভোট দেওয়ার জন্য অনুরোধ করেন।

সাংসদের সাথে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Explore More Districts