ফেনী | তারিখঃ December 21st, 2023 | নিউজ টি পড়া হয়েছেঃ 57 বার

সদর প্রতিনিধি->>
ফেনীতে নিয়ন্ত্রন হারিয়ে গাছের সঙ্গে পিকআপের ধাক্কায় মো. সুমন মিয়া (২৫) নামে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছে। বৃহস্পতিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার চাড়িপুর বিসিক শিল্পনগরী এলাকায় একটি দ্রুতগামী পিকআপ গাছের সঙ্গে ধাক্কা খেলে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত মো. সুমন মিয়া নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার বয়ারচরের আবু তাহের এর ছেলে। তিনি পেশায় একজন সবজি ব্যবসায়ী ছিলেন।
পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিসিক শিল্পনগরী এলাকার একটি দ্রুতগামী পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে সজরে ধাক্কা লাগে। এতে গাড়ির সামনের অংশে দুমড়ে-মুচড়ে যায়। এ সময় গাড়িতে থাকা পিকআপ ভ্যানটির মালিক ও সবজি ব্যবসায়ী সুমন মিয়া গুরুতর আহত হন। খবর পেয়ে মহিপাল হাইওয়ে পুলিশের একটি দল দ্রুত ওই স্থানে পৌঁছে তাকে উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সুমনের চাচাতো ভাই আবুল কালাম জানান, বুধবার রাতে সবজি আনতে কুমিল্লার নিমসার পাইকারি বাজারে যান সুমন। সেখান থেকে ফেরার পথে দুর্ঘটনা ঘটে। দূর্ঘটনার পর পিকআপের চালক পালিয়ে যায়।
ফেনীর মহিপাল হাইওয়ে থানার পরিদর্শক মোস্তফা কামাল জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ক্ষতিগ্রস্থ পিকআপ ভ্যানটি মহিপাল হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।