
সদর প্রতিনিধি->>
ফেনীতে তারিখবিহীন আইসক্রিম বিক্রির অপরাধে ৫ দোকানীর জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার সদর উপজেলার রানীরহাট ও সিও অফিস কাচা বাজারে অভিযান চালিয়ে ১৫ হাজার ৫শ’ টাকা জরিমানা আদায় করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফেনীর সহকারী পরিচালক সোহেল চাকমা।
সোহেল চাকমা জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার সদর উপজেলার রানীরহাট ও সিও অফিস কাচা বাজারে অভিযান পরিচালনা করা হয়। এসময় কয়েকটি দোকানে মূল্য তালিকা না থাকায় ও তারিখবিহীন আইসক্রিম বিক্রি করার অপরাধে ৫টি দোকানীকে ১৫ হাজার ৫শ’ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযানে সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুর রহমান ও জেলা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
Sharing is caring!