ফেনীতে ‘ডামি নির্বাচন’ বন্ধে আদালত বর্জন করেছে আইজীবীরা

ফেনী | তারিখঃ January 1st, 2024 | নিউজ টি পড়া হয়েছেঃ 30575 বার

আদালত প্রতিবেদক->>

গণতন্ত্র ও আইনের শাসন পুনঃ প্রতিষ্ঠা এবং বিচারের নামে অবিচার বন্ধুের দাবিতে আগামী ৭ জানুয়ারি পর্যন্ত আদালত বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি পন্থী আইনজীবীরা। সোমবার আদালত বর্জন করায় ভোগান্তিতে পড়ছে বিচারপ্রার্থীরা।

সকালে আদালত প্রাঙ্গণে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ফেনী শাখার উদ্যোগে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন ফেনী আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আবু তাহের।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ফেনী শাখার প্রচার সম্পাদক মো: মীর মোশাররফ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ফেনী আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট কাজী আহাম্মদ করিম, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন খাঁন, বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুল ইসলাম (৩), সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুর রহমান রফিক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ফেনী শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পার্থ পাল চৌধুরী, বারের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুস সাত্তার, অ্যাডভোকেট জহির উদ্দিন, অ্যাডভোকেট জিয়া উদ্দিন, বারের সাবেক সাধারণ সম্পাদক ইউসুফ আলমগীর চৌধুরী, ইসলামিক ল ইয়ার্স ফেনী শাখার সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এমদাদ হোসাইন। এ ছাড়াও কর্মসূচিতে অংশ নেন অ্যাডভোকেট শাহজালাল ভূঁইয়া সবুজসহ ফেনী জজ কোর্টের বিজ্ঞ আইনজীবীগন।

বক্তারা বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে না গিয়ে আপনাদের মূল্যবান সময়টি কাজে ব্যস্ত থাকার অনুরোধ জানান তারা। এটি একটি প্রহসন নির্বাচন। ন্যায়বিচার, দ্রব্যমূল্য, শিক্ষাব্যবস্থাসহ বিভিন্ন খাত ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছে। দেশ এখন জাহান্নামে পরিনত হয়েছে। তাই দেশ বাচাতে সকল শ্রেণি-পেশা মানুষ একত্রিত হওয়ার আহ্বান জানান তারা।

তরা আরো বলেন, বিগত বছরে ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ কেন্দ্র করে সারা দেশে বিএনপি পন্থী আইনজীবীসহ নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলা দিয়ে বাড়িতে সাড়াশি অভিযান চালাচ্ছে পুলিশ প্রশাসন।

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আইনজীবীদের এ কর্মসূচি ৭ জানুয়ারী পর্যন্ত চলমান থাকবে।

শেষে আদালত আঙ্গিনায় উপস্থিত সাধারণ মানুষের হাতে লিফটলেট বিতরণ করেরর আইনজীবীরা।

Explore More Districts