ফেনীতে চারুকারু স্কুলের দুই যুগ পূর্তিতে চিত্রকর্ম প্রদর্শনীতে ব্যাপক সাড়া, দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

ফেনী | তারিখঃ October 12th, 2023 | নিউজ টি পড়া হয়েছেঃ 6716 বার

বিশেষ প্রতিনিধি->>

ফেনীতে প্রথমবারের মতো শত শিশুর চিত্রকর্ম প্রদর্শনী জেলায় ব্যাপক সাড়া ফেলেছে। স্থানীয় ‘চারুকারু স্কুল’র দুই যুগ পূর্তি উপলক্ষে তিন দিনব্যাপী বর্ণাঢ্য এ চিত্রকলা প্রদর্শনীর সমাপনী হয়েছে মঙ্গলবার রাতে। ব্যতিক্রমী এমন আয়োজন দেখতে দূরদূরান্ত থেকে ছুটে এসেছে সব বয়সী চিত্রকর্ম প্রেমিরা।

আর্টগ্যলারি ঘুরে দেখা যায়, শহরের রাজাঝির দীঘির পাড়ে নবীনচন্দ্র সেন কালচারাল সেন্টারের হলরুমকে গ্যলারি তৈরী করে সাজানো হয়েছে শিশু কিশোরদের আঁকা চিত্রকর্ম। ক্যানভাসে আঁকা ১১টি চিত্রকর্মসহ পাঁচ ক্যাটাগরিতে ৬ থেকে ১৮ বছর বয়সের শত শিশুশিল্পীর চিত্রকর্ম স্থান পেয়েছে প্রদর্শনীতে। পেন্সিল স্কেচ, জলরঙ, এ্যাক্রেলিক, চারকোল, অয়েল প্যাস্টেল, ড্রাই প্যাস্টেল ও মিশ্র মাধ্যমে অংকিত ছবিগুলো ফুঁটে উঠেছে মনের সুপ্ত প্রতিভা। শিল্পীর তুলিতে বঙ্গবন্ধু, লালন সাঁই, মাদার থেরেসা, শিব ঠাকুর, বৃহদ সমুদ্রসৈকত, আবহমান গ্রামবাংলার চিত্র হৃদয় ছুয়েছে দর্শনার্থীদের।

চিত্রশিল্পী জয়ীতা সুত্রধর বলেন, বাবা আঁর্ট প্রশিক্ষক। ছোটবেলা থেকে বাবাকে দেখে নিজের মধ্যে চিত্র আঁকার নেশা জাগে। এ প্রদর্শনীতে আমার তিনটি ছবি স্থান পেয়েছে।

চিত্রশিল্পী নিবেদীতা বলেন, মন ভাল থাকলে যেমন ছবি আঁকি তেমনই মন খারাপ থাকলেও ছবি এঁকে মনকে ভাল রাখার চেষ্টা করি। মাদার থেরেসার ছবিটি আঁকতে আমি ৪টি পেন্সিলের ব্যবহার করেছি।

সূদূর ঢাকা থেকে আগত সাহিত্যিক, নাট্যকার ও সাংবাদিক তানভীর আলাদিন বলেন, শিশুদের এমন দৃষ্টিনন্দন আঁকা দেখে অভিভুত। ক্যানভাসে রং-তুলির পাশাপাশি শিক্ষার্থী শিশুশিল্পীদের আঁকা মাটির সরায় টেরাকোটার ছবিগুলো ছিল বেশ চমৎকার। মাটির সরা ও সুপারি পাতার খোল দিয়ে তৈরি পাত্রে শিশুশিল্পীদের আঁকা টেরাকোটার কাজে বিশেষ দৃশ্যসজ্জা আমার মতো শত দর্শনার্থীদের মুগ্ধ করেছে।

আইডব্লিউএস’র কান্ট্রি সভাপতি বরেণ্য চিত্রশিল্পী মো. কাওসার হোসেন বলেন, আজকের শিশুদের ভবিষ্যতে চিত্রশিল্পী হতেই হবে এমনটি না ভেবে সৃজনশীল মনের সুপ্তপ্রতিভাকে কাজে লাগিয়ে আলোকিত মানুষ হওয়ার চেষ্টা করতে হবে। শিশুদের বিকাশে এমন আয়োজনের বিকল্প নেই।

চারুকারু স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র সূত্রধর বলেন, ২০০০ সালে প্রতিষ্ঠিত চারুকারু স্কুলটি দুই যুগে কয়েক হাজার চিত্রশিল্পী তৈরী করেছি। এরমধ্যে ২০১৮ থেকে ২০২০ এ তিন বছরে আমার স্কুলের চারজন প্রতিবন্ধি শিশুর আঁকা ছবি দেশ সেরা হয়ে প্রধানমন্ত্রীর হাত থেকে লাখ টাকা করে পুরস্কার জিতে নিয়েছে।

সংগীত প্রশিক্ষক ও আর্টপ্রদর্শনীর সহযাত্রী আইনজ্ঞ শৈবাল দত্ত বলেন, তিনদিনের চিত্রকর্ম প্রদর্শনীর পাশাপাশি ঢাকার বরেণ্য প্রশিক্ষকদের নিয়ে চিত্রকর্মশালা ও খুঁদে শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগীতায় ব্যাপক সাড়া ফেলেছে। শেষদিন শিশু শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান ছিলো বাড়তি বিনোদন।

মঙ্গলবার রাতে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী। বীরমুক্তিযোদ্ধা প্রবীণ সাংবাদিক আবু তাহেরের সভাপতিত্বে ও সাংস্কৃতিক সংগঠক নাজমুল হক শামীম’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ঢাকার ফেনী সাংবাদিক ফোরামের সভাপতি তানভীর আলাদীন, দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, আইডব্লিউএস’র কান্ট্রি সভাপতি চিত্রশিল্পী মো. কাওসার হোসেন। স্বাগত বক্তব্য রাখেন চারুকারু স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র সূত্রধর।

প্রধান অতিথি ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেন, বর্তমান শিশু-কিশোর-তরুণরা মোবাইল আসক্ত হয়ে পড়ছে। পাড়ায় পাড়ায় কিশোর গ্যাং এ জড়িয়ে পড়ছে। এমন একটি অস্থিতিশীল সময়ে শিশু-কিশোরদেন আঁকা এধরনের চিত্রপ্রদর্শনী নিঃসন্দেহ প্রশংসার দাবি রাখে। শিশুদের বিকাশে আমার সহায়তার কোন প্রয়োজন থাকলে আবশ্যই আমি পাশে দাঁড়াবো।

এরআগে রোববার সন্ধ্যায় তিনদিনের চিত্রপ্রদর্শনীর উদ্বোধন করেছিলেন ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল।

Explore More Districts