ফেনী | তারিখঃ October 8th, 2023 | নিউজ টি পড়া হয়েছেঃ 3273 বার

শহর প্রতিনিধি->>
ফেনীর চারুকারু স্কুলের দুইযুগ পূর্তি উপলক্ষ্যে তিনদিন ব্যাপী চিত্রকর্ম প্রদর্শনীর উদ্বোধন হয়েছে। রোববার বিকেলে শহরের
নবীনচন্দ্র সেন কালচারাল সেন্টারে চিত্রকর্ম প্রদর্শনীর উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদ’র চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল।
সময় টিভির ফেনী ব্যুরো প্রধান বখতেয়ার মুননা’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইডব্লিও বাংলাদেশের সভাপতি চিত্রশিল্পী মো. কাওসার হোসেন, ফাইন আর্টস ফোরাম ফেনী’র সভাপতি কাজী গোলাম কিবরিয়া।
জেলা শিল্পকলা একাডেমী সংগীত প্রশিক্ষক এডভোকেট শৈবাল দত্তের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন চারুকারু স্কুলের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ সুভাষ চন্দ্র সূত্রধর।
প্রধান অতিথির বক্তব্যে শুসেন চন্দ্র শীল বলেন, তথ্যপ্রযুক্তির যুগে ছবি সহজে যেখানে ইন্টারনেট থেকে পাওয়া যায় সেখানে শিশু ও তরুণদের মাঝে ছবি আঁকার যে প্রতিভা সেটি অনন্য। ফেনীর এই চারুকারু স্কুল ২৪ বছরে চমৎকার জায়গায় পৌঁছে গিয়েছে। তরুণরা ছবি আঁকার মাধ্যমে ভালো জীবন গড়তে পারবে। সাংস্কৃতিক কর্মী ও চিত্রশিল্পীদের সংখ্যা দিনে দিনে কমে যাচ্ছে। যত বেশী সম্ভাবনাময় শিল্পী গড়ে উঠবে বাংলাদেশ তত দ্রুত উন্নতি করতে পারবে। চারুকারু বিদ্যালয়কে এগিয়ে নিতে আমি সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করবো।
সভাপতির বক্তব্যে বখতেয়ার মুননা বলেন, পুঁথিগত বিদ্যা বাস্তব জীবনে কোন কাজে লাগে না, পড়ালেখার পাশাপাশি শিল্পীমনা কার্যক্রম পরিচালিত করতে হবে। এমন শিল্পকর্মকে বাঁচিয়ে রাখতে সবাইকে সহযোগিতা করার আহবান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে আইডব্লিও বাংলাদেশের সভাপতি চিত্রশিল্পী মো. কাওসার হোসেন বলেন, চিত্র বিকাশের জন্য শিশুরা ছবি আঁকে। তারা শিল্পী হবে এমন আশা করা যাবেনা। তাদের সৃজনশীল প্রতিভা বিকশিত করতে সবাইকে কাজ করতে হবে।
চারুকারু স্বুলের প্রতিষ্ঠাতা সুভাষ সূত্রধর জানান, স্কুলের শিক্ষার্থীদের আঁকা প্রায় শতাধিক ছবি প্রদর্শিত হয়েছে। সোমবার সকালে ঢাকা থেকে আগত প্রশিক্ষকরা ফেনীর তরুণ শিল্পীদের সেমিনারের মাধ্যমে প্রশিক্ষণ দেয়া হবে।
উদ্বোধন শেষে ৭৮ জন শিশু ও নবীন চিত্র শিল্পীদের আঁকা চিত্রকর্ম প্রদর্শনী পরিদর্শন করেন অতিথিবৃন্দ।
দুইযুগ পূর্তি উৎসব আয়োজকদের সহযাত্রী আবৃত্তিশিল্পী সাংবাদিক নাজমুল হক শামীম জানান, তিনদিনের আয়োজনে দ্বিতীয় দিন সকালে থাকছে শতশিশুদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা। একইদিন বিকেলে শিশুদের চিত্রাংকন প্রতিযোগীতা ও সন্ধ্যায় চারুকারু স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাতে ফেনী স্বনামধন্য কবিদের কবিতা পাঠের আসর। শেষ দিন চিত্র প্রদর্শনীর পাশাপাশি বিকেলে সমাপনী অনুষ্ঠানে প্রতিযোগীতা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন প্রধান অতিথি ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী। তিনদিন ব্যাপি চিত্র প্রদর্শনী প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।