ফেনী | তারিখঃ August 24th, 2023 | নিউজ টি পড়া হয়েছেঃ 2732 বার

নিজস্ব প্রতিনিধি->>
ফেনীতে ১৭ কেজি গাঁজাসহ মো. শাকের (৩২) নামের এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার রাতে নোয়াখালী-ফেনী মহাসড়কের মহিপাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. শাকের কক্সবাজারের টেকনাফ থানার মোছনী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের মো. হোসেনের ছেলে।
র্যাব জানায়, ফেনী-নোয়াখালী মহাসড়কের মহিপাল রাস্তার ওপর কয়েকজন মাদক কারবারি দুই বস্তা গাঁজা নিয়ে গাড়িতে ওঠার জন্য অবস্থান করছিল। র্যাবের একটি দল সেখানে যাওয়া মাত্রই কারবারিরা কৌশলে পালানোর চেষ্টা করেন। তখনই গাঁজাসহ এক রোহিঙ্গা যুবককে আটক করা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক মো. শাকের দীর্ঘদিন ধরে সুকৌশলে ফেনীর সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে চট্টগ্রাম, কক্সবাজারসহ পার্শ্ববর্তী জেলার মাদক কারবারি ও সেবনকারীদের কাছে বিক্রি করে আসছে।
র্যাব-৭ ফেনী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, আটক ব্যক্তিকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।