ফেনীতে গরুর মাংসের দাম কমাতে কমিটি গঠন

ফেনী | তারিখঃ December 7th, 2023 | নিউজ টি পড়া হয়েছেঃ 11331 বার

শহর প্রতিনিধি->>

ফেনী শহরের বাজারগুলোতে গরুর মাংসের দাম কমাতে কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকালে ফেনী পৌরসভার সম্মেলন কক্ষে মেয়র মো. নজরুল ইসলাম স্বপন মিয়াজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ কমিটি গঠন করা হয়।

কমিটিতে মোট ৮ জনকে রাখা হয়েছে। তারা হলেন- ফেনী শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী, ফেনী সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. শহীদুল ইসলাম খোকন, পৌরসভার ১৮নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুর রহমান সাইফু, দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, দৈনিক আমার ফেনীর সম্পাদক জমির উদ্দিন বেগ, পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর কৃষ্ণময় বণিক, ফেনী বড় বাজারের গরুর মাংসের পাইকার নুর নবী ও সুলতান মাহমুদ পৌর হকার্স মার্কেটের খুচরা বিক্রেতা সবুজ।

মেয়র মো. নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেন, যথার্থতা যাচাই করে ন্যায্যমূল্য নির্ধারণে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন জমা দেওয়ার পর আগামী সোমবার ফের বৈঠক বসবে। সেখান থেকে নতুন দাম নির্ধারণ করা হবে।

এদিকে মাংস বিক্রেতারা দাবি করে আসছে, তারা লোকসানে রয়েছেন। প্রতিটি গরুতে কমপক্ষে ১ হাজার ১০০ টাকা থেকে ১ হাজার ৩০০ টাকা পর্যন্ত লোকসান গুনতে হচ্ছে। এছাড়া খাদ্যের দাম ও পরিবহন ভাড়া বেড়ে যাওয়ায় দাম কমানো যাচ্ছে না।

ব্যবসায়ীদের অন্য একটি পক্ষ বলছে, দীর্ঘদিন ধরে গড়ে উঠা সিন্ডিকেটের কব্জায় ফেনীর মাংস বাজার। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যে এখানে খুচরা বিক্রেতারা পিষ্ট হচ্ছেন।

কয়েক মাস আগে ফেনী পৌরসভা গরুর মাংসের দাম নির্ধারণ করে দিয়েছিল হাড়সহ ৭৫০ টাকা ও হাড় ছাড়া ৮৫০ টাকা। বর্তমানের ঢাকাসহ বিভিন্ন জায়গায় গরুর মাংসের দাম কমায় মাংস ব্যবসায়ীদের সাথে আলোচনা করে নতুন দাম নির্ধারণের এ উদ্যোগ নেওয়া হয়।

Explore More Districts