ফেনীতে খালেদা জিয়ার জান সদকা

ফেনী | তারিখঃ August 28th, 2023 | নিউজ টি পড়া হয়েছেঃ 1235 বার

নিজস্ব প্রতিনিধি->>

সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় জানের সদকা হিসেবে ফেনী জেলার ৬ উপজেলায় পশু দান করেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।

তার পক্ষে সোমবার ফেনীর ছয় উপজেলার বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাদের হাতে ছাগলগুলো তুলে দেন ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার সহ যুগ্ম-আহ্বায়কবৃন্দ।

পরে উপজেলা বিএনপির নেতারা বিভিন্ন এতিমখানায় পশুগুলো বিতরণ করেন।

এসময় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে মোনাজাত করা হয়।

Explore More Districts