
শহর প্রতিনিধি->>
ফেনীতে কেক কেটে বৈশাখী টিভির ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার বিকেলে ফেনী প্রেসক্লাবে ঝাকজমক পূর্ণ পরিবেশে বৈশাখীটিভির ১৭ তম প্রতিষ্ঠার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু সেলিম মাহামুদ উল হাসান।
বৈশাখী টিভির ফেনী প্রতিনিধি রাজন নাথ’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) অং প্রু মারমা, সদর উপজেলা চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল, ফেনী আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট নূর হোসেন, ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ নিজাম উদ্দিন।
সভায় বক্তারা বৈশাখীটিভির এগিয়ে চলায় সহযাত্রী হয়ে উত্তরোত্তর সাফল্য কামনা করেন। পরে কেক কেটে বৈশাখী টিভির ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীর মিষ্টি মুখ করানো হয়।
অনুষ্ঠানে ফেনীর সিনিয়র সাংবাদিক সহ সকল গনমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Sharing is caring!