ফেনীতে করোনার উপসর্গে কাজীরবাগ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মীর ইদ্রিস বর্তন’র মৃত্যু – prothom-feni.com

ফেনীতে করোনার উপসর্গে কাজীরবাগ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মীর ইদ্রিস বর্তন’র মৃত্যু – prothom-feni.com

শহর প্রতিনিধি->>

ফেনীর কাজীরবাগ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মীর ইদ্রিস বর্তন আর নেই। সোমবার ভোরে শহরের ডায়াবেটিক হাসপাতালের হাজী নজির আহমদ আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় করোনার উপসর্গে তিনি মৃত্যু বরণ করেন। তিনি দীর্ঘদিন জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।

সোমবার দুপুর ২টায় মালিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। পরে তাকে মীর বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

শ্রমিক নেতা মীর ইদ্রিস বর্তন ফেনী সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, রানীর হাট দোস্ত টেক্সটাইল মিলের শ্রমিক সংগঠনের সভাপতি ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন।

তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার ও সদস্য সচিব আলাল উদ্দিন আলাল।

Sharing is caring!

Explore More Districts