ফেনীতে ককটেল বিস্ফোরণ: ফেনী জেলা যুবদলের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

ফেনী | তারিখঃ November 12th, 2023 | নিউজ টি পড়া হয়েছেঃ 1497 বার

নিজস্ব প্রতিবেদক->>

ফেনীতে গত ৩১ অক্টোবর অবরোধে ইসলামপুর সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের কোন মামলার আসামি ফেনী জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খন্দকারকে (৪৮) গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার মধ্যরাতে ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের মোহাম্মদ আলী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এসময় জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খন্দকারের গাড়িচালক ইসমাঈলকে আটক করে র‌্যাব।

র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক, উপ-পরিচালক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিদের রাতেই ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাব জানিয়েছে।

এদিকে ফেনী জেলা যুবদলের সভাপতি-সাধারণ সম্পাদক ও পৌর যুবদল নেতাকে গ্রেপ্তারে প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শফিকুল ইসলাম মিল্টন।  

যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আজিজুর রহমান আকন্দ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দলের পক্ষ থেকে এ প্রতিবাদ জানানো হয়েছে।

Explore More Districts