ফেনীতে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

ফেনী | তারিখঃ September 2nd, 2023 | নিউজ টি পড়া হয়েছেঃ 978 বার

সদর প্রতিনিধি->>

ফেনীতে প্রায় দুই হাজার ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনীর সদস্যরা। শনিবার সন্ধ্যায়
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর উপজেলার লালপোলস্থ কাবাব ঘরের গেইটের সামনে থেকে ১ হাজার ৯২০ পিস ইয়াবাসহ দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার মোহাম্মদ সাদেক (২১) কক্সবাজার জেলার টেকনাফ থানার হোয়াইক্যং ইউনিয়নের মহেশখালীয়া পাড়ার নুরুল আলমের ছেলে ও মোহাম্মদ ইব্রাহিম ওরফে ডাবলু (১৯) একই এলাকার বাদশা মিয়ার ছেলে।

এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনীর উপপরিদর্শক মো. আবু তাহের বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফেনী মডেল থানায় মামলা দায়ের করে আসামীদের থানায় হস্তান্তর করেছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনীর উপপরিচালক মিজানুর রহমান শরীফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Explore More Districts