ফেনী | তারিখঃ November 23rd, 2023 | নিউজ টি পড়া হয়েছেঃ 5883 বার

শহর প্রতিনিধি->>
বিএনপির ডাকা ৪৮ ঘন্টা অবরোধের প্রথম দিন রাত গতকাল বুধবার ফেনী শহরে ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ ও ভাংচুরের ঘটনা ঘটেছে। হামলায় ফাজিলপুর ইউনিয়ন ছাত্রদল এর সহ সভাপতি সাজু সহ অন্তত তিনজন আহত হয়েছে। বুধবার রাতে শহেরর সেন্ট্রাল হাই স্কুলের সামনে থেকে দাউদপুর চৌধুরী বাড়ির পর্যন্ত এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে।
জানাযায়, রাতে সড়কের রামপুর অংশে বিএনপি ও অপরপাশে আওয়ামী লীগের যু্ব ও ছাত্র সংগঠনের নেতা কর্মীরা অবস্থান নিয়ে একে অপর পক্ষকে ইট পাটকেল ও ককটেল মারে।
সংঘর্ষে ইট পাটকেল নিক্ষেপের কারনে পশ্চিম উকিল পাড়াস্থ ভাইটাল রিসার্চ ইউনিট-১ এর সামনে হাসান ভিলা নামের বিল্ডিংয়ের ২য় তলার ২টা জানালার কাঁচ ও ৩য় তলার জানালার ৪টা কাঁচ ভেঙ্গে যায়।
এদিকে যুবলীগের নেতা কর্মীদের দাবী বিএনপির নেতা-কর্মীরা অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করে গাড়ি ভাঙচুরের চেষ্টাকালে পুলিশের সাথে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় বিক্ষোভকারীরা দৌড়ে পালানোর সময় ককটেল ফাটিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
অপরদিকে ছাত্রদল নেতাদের দাবি অবরোধের সমর্থনে তারা মিছিলের প্রস্তুতি নিতে গেলে ছাত্রলীগ-যুবলীগের নেতা-কর্মীরা তাদের ধাওয়া করে। এসময় সরকার দলীয় নেতাদের হামলায় ফাজিলপুর ইউনিয়ন ছাত্রদল এর সহ সভাপতি সাজু সহ অন্তত তিনজন আহত হয়েছে।
ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহফুজুর রহমান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।