ফুসফুস ক্যানসার: সঠিক সময়ে শনাক্ত ও যথাযথ চিকিৎসায় সম্পূর্ণ নিরাময় সম্ভব

ফুসফুস ক্যানসার: সঠিক সময়ে শনাক্ত ও যথাযথ চিকিৎসায় সম্পূর্ণ নিরাময় সম্ভব

দূষিত বাতাসে ঝুঁকি বাড়ে

অনুষ্ঠানের শুরুতে উপস্থাপক জানতে চান, ঢাকা শহরের মতো বায়ুদূষণের মাত্রা বেশি, এমন স্থানগুলোতে মানুষ ফুসফুস ক্যানসারের ঝুঁকি থেকে কীভাবে বাঁচবে?

উত্তরে ডা. এ টি এম কামরুল হাসান বলেন, বাতাসের মানের কারণে ঢাকা বসবাসের অযোগ্য হয়ে উঠছে। দূষিত বাতাসে রেডিয়াম, অ্যাসবেস্টস, রাসায়নিক ও ধূলিকণা থাকে, যা ফুসফুস ক্যানসারের ঝুঁকি বাড়ায়।

ডা. কামরুল হাসানের পরামর্শ, এসব স্থানে এর ঝুঁকি থেকে বাঁচতে ব্যক্তিপর্যায়ে সুরক্ষার জন্য মাস্ক ব্যবহার, ধূমপান পরিহার এবং ধুলাবালু এড়িয়ে চলা উচিত। সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে গাছ লাগানো এবং পরিবেশ পরিষ্কার রাখা জরুরি। তবে এ সমস্যা পুরোপুরি নির্মূল করতে হলে দূষণের উৎস বন্ধ করতে হবে।

জিনগত কারণে কি ফুসফুস ক্যানসার হওয়ার আশঙ্কা আছে? উপস্থাপকের এমন প্রশ্নের উত্তরে ডা. এ টি এম কামরুল হাসান বলেন, প্রত্যক্ষভাবে জিনগত কারণে ফুসফুস ক্যানসার হয় না। তবে কিছু জেনেটিক মিউটেশন যেমন ‘ইজিএফআর পজিটিভ’ হলে ফুসফুস ক্যানসার হতে পারে। তবে যদি পরিবারে কারও ধূমপানের অভ্যাস থাকে, তাহলে পরোক্ষ ধূমপানের কারণে ফুসফুসে ক্যানসার হতে পারে।

Explore More Districts