ফুলবাড়ীতে মোস্তাফিজুর রহমান এমপি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন – দিনাজপুর নিউজ

ফুলবাড়ীতে মোস্তাফিজুর রহমান এমপি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন – দিনাজপুর নিউজ

দিনাজপুর সংবাদাতাঃ দিনাজপুরের ফুলবাড়ীতে বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফুটবল একাডেমির উদ্যোগে সোমবার বিকেল ৫ টায় বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান এমপি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে।

ফুলবাড়ী সরকারি কলেজ মাঠে আয়োজিত টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্বে করেন বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুশফিকুর রহমান বাবুল।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং খেলার উদ্বোধন করেন সাংস্কৃতিক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক সাংস্কৃতিক মন্ত্রী সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন, ইউপি চেয়ারম্যান উপাধ্যক্ষ শাহ মো. আবদুল কুদ্দুস, শিল্পপতি মো. রুহুল আমিন, শিল্পপতি রাজু কুমার গুপ্ত, থানার অফিসার ইনচার্জ (ওসি) আশ্রাফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি উপাধ্যক্ষ মিজানুর রহমান, দফতর সম্পাদক এনামুল হুদা, সাবেক ফুটবলার শহিদুজ্জামান বাবু প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ফুটবল একাডেমির পরিচালক ফুটবলার তারিকুজ্জ¥ান শুভ। মাঠ পরিচালনা করেন সাবেক ফুটবলার বাবলু মিয়া।

প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান নূর এমপি বলেন, খেলাধুলা মানুষের মস্তিষ্ককে খারাপ কর্ম থেকে বিরত রেখে শরীর ও মনকে সতেজ রাখে। খেলাধূলা মানুষকে উন্নত চিন্তা চেতনার দিকে অগ্রসর করায়। নিয়মিত খেলাধূলা করলে মানুষের মধ্যে সহানুভূতি জাগ্রত হয় একই সাথে সুস্থ দেহ ও সুস্থ মন পেতে হলে খেলাধূলার বিকল্প নেই। মাদক থেকেও যুব সমাজকে দূরে রাখতে খেলাধূলার বিকল্প নেই। সকলের উচিত নিজ নিজ সন্তানদের খেলাধূলার দিকে মনোনিবেশ করা।

তিনি বলেন, ফুলবাড়ী-পার্বতীপুর আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার এমপি একজন ক্রীড়ামনোজ্ঞ ব্যক্তি। তাঁর প্রচেষ্টায় ফুলবাড়ীর যুব সমাজ কুকর্ম থেকে বিরত থেকে খেলাধূলার দিকে ঝুঁকেছে। তাঁর এই সাফলতা আমাদের সমাজকে সুষ্ঠু সমাজ গড়তে সহায়তা করছে। তাঁরসহ একাডেমির সদস্যদের ফুলবাড়ীর মানুষ চিরকাল স্মরণ রাখবে।

টুর্ণামেন্টের উদ্বোধনী খেলায় অংশ নেন রংপুর স্যান্টোস ক্লাব বনাম পঞ্চগড় বোদা উপজেলা ফুটবল একাডেমি। খেলায় পঞ্চগড়ের বোদা উপজেলা ফুটবল একাডেমি দল রংপুর স্যান্টোস ক্লাবকে ২-০ গোলে পরাজিত করে জয়ী হয়েছে।  টুর্ণামেন্টে দেশের বিভিন্ন স্থানের ৮টি দল অংশ নিচ্ছে।  খেলায় বিপুল সংখ্যক ফুটবল প্রেমি দর্শকের সমাগম ঘটে।

Explore More Districts