ফুলবাড়ীতে ভ্রাম্যমান আদালতের অভিযান অবৈধ স্থাপনা ও দোকানপাঠ উচ্ছেদ – দিনাজপুর নিউজ

ফুলবাড়ীতে ভ্রাম্যমান আদালতের অভিযান অবৈধ স্থাপনা ও দোকানপাঠ উচ্ছেদ – দিনাজপুর নিউজ


ফুলবাড়ীতে ভ্রাম্যমান আদালতের অভিযান অবৈধ স্থাপনা ও দোকানপাঠ উচ্ছেদ – দিনাজপুর নিউজ




ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ফুলবাড়ীতে সড়ক দখল কোরে গড়ে উঠা অবৈধ দোকানপাট ও যানবাহন উচ্ছেদ অভিযান পরিচালানা করেছেন ভ্রাম্যমমান আদালত। একই সাথে হেলমেট না থাকায় মোটরবসাইকেল আরোহিদের জরিমানা আদায় করা হয়।

শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর পযন্ত পৌর শহরে নিমতলা মোড় সহ গুরুত্বপূর্ণ এলাকায় এই ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রিয়াজ উদ্দিন।

এসময় পৌর শহরের প্রধান সড়কের দুই পাশের ফুটপাত দখল করে গড়ে উঠা অবৈধ্য স্থাপনা ও দোকানপাঠ উচ্ছেদ করেন এবং ফুটপাত দখল মুক্ত রাখতে বলেন।
এর পূর্বে পৌর শহরে অভিযান চালিয়ে হেলমেট ও মোটর সাইকেলের কাগজ না থাকায় সড়ক পরিবহন আইনে ৪জন মোটর সাইকেল আরোহীকে জনপ্রতি ২শ টাকা করে মোট ৮শ টাকা জরিমানা আদায় সহ সতর্ক করেন।

অভিযান পরিচালনা কালে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আশ্রাফুল ইসলামসহ থানাপুলিশ এবং আনছার সদস্যগণ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রিয়াজ উদ্দিন জানান,সড়কের দুইপাশের ফুটপাত দখল করে
অবৈধ্য স্থাপনা ও দোকানপাঠ গড়ে উঠার কারনে
সড়ক সংঙ্কিন্ন হচ্ছে। এতে পথচারীসহ যানবহন চলাচলে বিঘ্ন ঘটছে,দিন দিন দুর্ঘটননা বাড়ছে।

তাই সড়কের পাশে ফুটপাত দখল মুক্ত ও শহরের যানজট মুক্ত রাখতে যত্রতত্র যানবাহন পার্কিং বন্ধ করতে এই অভিযান পরিচালনা করেন।

তিনি বলেন পরিবহন শ্রমিকদের সাথে কয়েক দফা মতবিনিময় হয়েছে, বাসের কাউন্টার গুলো কয়েকদিনের মধ্যেই অন্যত্র সরিয়ে নেবে বলে তিনি জানান।




Explore More Districts