ফুলবাড়ীতে বোরো ক্ষেতে বিশ প্রয়েগের অভিযোগ – দিনাজপুর নিউজ

ফুলবাড়ীতে বোরো ক্ষেতে বিশ প্রয়েগের অভিযোগ – দিনাজপুর নিউজ


ফুলবাড়ীতে বোরো ক্ষেতে বিশ প্রয়েগের অভিযোগ – দিনাজপুর নিউজ




ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিঃ জমি নিয়ে সত্রুতার জেরে ফসলের ক্ষেতে বিশ প্রয়োগ করে বোরো ক্ষেত ধ্বংশ করার অভিযোগ করেছেন আনিছুর রহমান নামে এক কৃষক।

অভিযোগকারী কৃষক আনিছুর রহমান দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের সহড়া গ্রামের মৃত আব্দুল রতিফ মন্ডলের ছেলে। তিনি জানান জমির বিরোধের জের ধরে তারেই চাচাতো ভাইয়েরা রাতের অন্ধকারে বোরো ক্ষেতে বিশ প্রয়োগ করে, সাত বিঘা জমির বোরো ক্ষেত ধ্বংশ করেছে, এই ঘটনায় সোমবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগকারী কৃষক আনিছুর রহমান জানান, সহড়া মৌজার তিন একর ৬৯শতক জমি নিয়ে তার চাচাতো ভাই সহড়া গ্রামের মৃত মুরতুজা মন্ডলের ছেলে মোকারম হোসেন, মঞ্জুরুল ইসলাম ও জাহাঙ্গিও আলমদের সাথে বিরোধ চলে আসচ্ছে, এই বিরোধের জের ধারে তার বোরো ক্ষেতে বিশ প্রয়োগ করেছে।

এদিকে বিশ প্রয়োগ করার তিব্র নিন্দা জানিয়েছেন সহড়া গ্রামের বাসীন্দা কৃষক শাহ সেকেন্দার আলী, সানোয়ার হোসেন, ইয়ার উদ্দিন, এই কৃষকরা অভিযোগ করে বলেন তারা সকলে আনিছুর রহমান ও আতিকুর রহমানের নিকট জমি ভাড়া নিয়ে বোরো ক্ষেত লাগিয়েছিল, তাদের জমিতেও বিশ প্রয়োগ করা হয়েছে, এতেকরে তারা বড়রকমের ক্ষতির শিকার হয়েছেন। এই বিষয়ে মঞ্জুরুল ইসলাম, মোকারম হোসেন ও জাহাঙ্গির আলমের সাথে কথার বলার চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি। তাদের বাড়ীতে গিয়েও পাওয়া যায়নি।

এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রিয়াজ উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আনিছুর রহমান নামে এক কৃষক একটি লিখিত অভিযোগ করেছে, অভিযোগটি তদন্ত করার জন্য উপজেলা কৃষি কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে, তদন্ত শেষ হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।এদিকে সত্রুতার জেরে ফসলহানীর ঘটনাটি অমানবীক বলে উল্লেখ করে তিব্র প্রতিবাদ করেছেন গ্রামবাসীরা।




Explore More Districts