
গাইবান্ধার ফুলছড়ি উপজেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি ও উপজেলার উদাখালি ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আল আমিন আওয়ামী লীগে যোগদান করেছেন।
বুধবার (২০ ডিসেম্বর) রাতে জাপার এই নেতা মাহামুদ হাসানের সাঘাটা উপজেলার ফলিয়া গ্রামের বাড়িতে গিয়ে আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন। তিনি ফুল দিয়ে তৈরি করা একটি নৌকা গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে আওয়ামী লীগের প্রার্থী মাহামুদ হাসানের হাতে তুলে দেন। নির্বাচনকে সামনে রেখে এক সপ্তাহের ব্যবধানে জাপার অসংখ্য নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দেন। আওয়ামী লীগে যোগদানকারি আল আমিন মুঠোফোনে বলেন, সংসদ সদস্য মাহামুদ হাসান এলাকার অনেক উন্নয়ন করেছেন। তাঁর আর্দশে উদ্বুদ্ধ হয়ে এবং উন্নয়নের স্বার্থে আওয়ামী লীগে যোগদান করেছি।
ওশিন