ফুলকির আয়োজনে ‘আমাদের শিশুরা’ নাটকের প্রদর্শনী – Daily Gazipur Online

ফুলকির আয়োজনে ‘আমাদের শিশুরা’ নাটকের প্রদর্শনী – Daily Gazipur Online

ডেইলি গাজীপুর প্রতিবেদক : শিশু নির্যাতন, শিশু অধিকার, সুরক্ষা ও পুষ্টির ব্যাপারে সামাজিক সচেতনতা ও উদ্যোগের অংশ হিসেবে সেভ দ্যা চিলড্রেনের সহযোগিতায় এইচ এন্ড এম ফাউন্ডেশনের অর্থায়নে এবং ফুলকি’র আয়োজনে ৬ ডিসেম্বর যথাক্রমে সকাল ১১টা এবং বিকাল ৩টায় গাজীপুর সিটি কর্পোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের কাশিমপুর স্কুল মাঠে এবং ৮নং ওয়ার্ডের হরিণাচালায় ন‍্যাশনাল পাবলিক স্কুল মাঠে শেকানুল ইসলাম শাহী রচিত ও নির্দেশিত পথনাটক ‘আমাদের শিশুরা’ প্রদর্শনের আয়োজন হয়।
শ্রমজীবী মায়েদের ২ থেকে ৫ বছরের শিশুদের দিনের বেলায়  দিবা যত্ন কেন্দ্রে পড়াশুনা, খাওয়াদাওয়া করানো এবং বিনোদনের ব্যবস্থা, গার্মেন্টসে কর্মরত মায়েদের ১৮ বছর বয়স পর্যন্ত শিশুদের ‘অপরাজিতা’ প্রকল্পের কার্যক্রম, ৬ থেকে ১৮ বছর বয়সী শিশুদের দিবা যত্ন কেন্দ্রের চাইল্ড স্পেসে খেলাধুলা, লাইব্রেরি ও শিশু-বান্ধব বিনোদনের ব্যবস্থা, স্টেম কার্যক্রন্মের আওতায় শিশুদের  ন্যূনতম স্তরে দক্ষতা অর্জনের জন্য বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত বিষয়ে প্রশিক্ষণের কর্মসূচি ইত্যাদি বিষয়কে উপজিব্য করে পরিবেশিত নাটকটি উপস্থিত বিপুল সংখ্যক দর্শক উপভোগ করেন এবং উচ্ছ্বসিত প্রশংসা করেন।

The post ফুলকির আয়োজনে ‘আমাদের শিশুরা’ নাটকের প্রদর্শনী appeared first on Daily Gazipur Online.

Explore More Districts