উয়েফা চ্যাম্পিয়নস লিগ ফুটবলের আদলে একসময় হতো চ্যাম্পিয়নস লিগ টি–টোয়েন্টি, যেটিকে ক্লাব ক্রিকেটের বিশ্বকাপ হিসেবে বিবেচনা করা হতো।
বিশ্ব ক্রিকেটের ‘তিন মোড়লের’ দুটি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এবং তাদের সঙ্গে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) যৌথভাবে চ্যাম্পিয়নস লিগ টি–টোয়েন্টি আয়োজন করত। কিন্তু স্টেডিয়ামে দর্শকখরা, ক্রিকেটপ্রেমীদের আগ্রহের অভাব ও পৃষ্ঠপোষকদের অনাগ্রহের কারণে ২০১৪ সালের পর তা আর হয়নি।
প্রায় এক যুগ পর আবারও ক্লাব ক্রিকেটের বিশ্ব আসর ফেরানোর আলোচনা শুরু হয়েছে। বিশ্ব ক্লাব চ্যাম্পিয়নশিপ নামে নতুন রূপে ফিরতে পারে এই আসর। ক্রিকেট–বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোকে এমনটাই জানিয়েছেন বিশ্ব ক্রিকেটের আরেক প্রভাবশালী বোর্ড ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রধান নির্বাহী রিচার্ড গুল্ড।