ফেনী | তারিখঃ October 20th, 2023 | নিউজ টি পড়া হয়েছেঃ 6407 বার

শহর প্রতিনিধি->>
ফেনীতে ফিলিস্তিনে ইসরাইলী আগ্রাসনের বিরুদ্ধে, দ্রব্যমূলের উর্ধ্বগতির বিরুদ্ধে প্রতিবাদ এবং দেশে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে বিক্ষোভ মিছিলটি ফেনী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক কমরেড রাজেকুজ্জামান রতন ইসরাইল মানবতা বিরোধী অবৈধ রাষ্ট্র মন্তব্য করে বলেন, অবৈধ ইহুদী রাষ্ট্র ইসরাইলের পেছনে ইউরোপের দেশগুলো একত্রিত হয়েছে গোটা মধ্যপ্রাচ্যের তেল সম্পদ লুটপাট করার জন্য। আমরা ফিলিস্তিনসহ মানবতাবাদী সকল মানুষের সাথে আছি।অবিলম্বে ফিলিস্তিনের গাজায় ইসরাইলী হামলা বন্ধের আহ্বান জানান তিনি।
এর আগে ‘জাতীয় ও আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতি এবং বাংলাদেশের উৎপাদন পদ্ধতি ও রাষ্ট্র চরিত্র’ বিষয়ে বাসদ ১০নং জোনের দুই দিনের জোনাল রাজনৈতিক শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। প্রথম দিন শুক্রবার দুপুরে শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত শিক্ষা শিবিরে মুখ্য আলোচক ছিলেন করেন বাসদ কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক কমরেড রাজেকুজ্জামান রতন।
ফেনী জোনাল সমন্বয়ক মালেক মনসুরের সভাপতিত্বে শিবিরে বক্তব্য রাখেন সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড নিখিল দাস। এসম বাসদ চাঁদপুর, ললক্ষীপুর, কুমিল্লা ও নোয়াখালীর সমন্বয়কসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শিক্ষা শিবির পরিচালনা করেন বাসদ ফেনী জেলার সদস্য সচিব কমরেড অর্জুন দাস। শনিবার শিক্ষা শিবিরের দ্বিতীয় দিন সকালে সাংগঠনিক আলোচনা হবে।