ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঝাউডাঙ্গায় বিক্ষোভ মিছিল

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঝাউডাঙ্গায় বিক্ষোভ মিছিল

এসএম আব্দুল্লাহ :: ফিলিস্তিনে গণহত্যা ও ভারতের নাগপুরে মুসলিম নিপীড়নের প্রতিবাদে ঝাউডাঙ্গায় ইয়াং মুসলিম জেনারেশন ও তৌহিদি জনতা বিক্ষোভ মিছিল করেছে।

শুক্রবার (২১ মার্চ) দুপুরে জুমআ নামাজের পরে সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা হাইস্কুল বলফিল্ড জামে মসজিদের সামনে থেকে মিছিল নিয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে তৌহিদি জনতার ব্যানারে অংশগ্রহণ করে বিএনপি জামায়াতের নেতাকর্মীরা সহ সাধারণ মানুষ।

মিছিলে শ্লোগান দেওয়া হয়, ফিলিস্তিনে হামলা কেনো জাতিসংঘ জবাব চাই, ভারতের নাগপুরে মুসলিম নিপীড়ন কেনো জাতিসংঘ জবাব চাই? বয়কট বয়কট ইসরাইল বয়কট।

এসময় উপস্থিত ছিলেন, ঝাউডাঙ্গা ইউনিয়ন জামায়াতের আমীর প্রফেসর ইকবাল হোসেন, বিএনপি নেতা মোঃ রফিকুল ইসলাম, ইয়াং মুসলিম জেনারেশনের সভাপতি শরিফ মুস্তাফিজ বিল্লাহ, বিএনপি নেতা জামাল নাছের ডিউক, মোহাম্মদ আব্দুল হান্নান, মোঃ সাইফুল্লাহ, হাফেজ আবু মুছা, মাওঃ নূরুল বাশার, মাওঃ মহিদুল ইসলাম, সাবেক ছাত্রদল নেতা আক্তারুজ্জামান বাপ্পী, মোখলেছুর রহমান পলাশ, সাংবাদিক এসএম আব্দুল্লাহ প্রমূখ।

Explore More Districts