ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে বড়লেখায় নিসচার বিক্ষোভ

ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে বড়লেখায় নিসচার বিক্ষোভ

ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে বড়লেখায় নিসচার বিক্ষোভ

ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে শুক্রবার (১৮ এপ্রিল) বাদ জুম্মা বড়লেখা পৌর শহরের উত্তর চৌমুহনীস্থ গোল চত্বরে জাতীয় সমাজিক-সেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে নিসচা বড়লেখা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপনের সভাপতিত্বে বক্তব্য দেন হযরত মাওলানা আব্দুল্লাহ আল মারুফ, মাওলানা মোহাম্মদ কামরুল ইসলাম, নয়াগ্রাম উত্তর চৌমুহনী জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হাজী ফখর উদ্দিন, সাধারণ সম্পাদক আলহাজ্ব মুজিবুর রহমান, ব্যবসায়ী ফয়জুর রহমান, ইসলাম উদ্দিন, আব্দুল হান্নান, আব্দুস শহীদ খান, আব্দুর রাজ্জাক, বড়লেখা ওয়ারিয়র্সের স্থায়ী কমিটির সদস্য শরফ উদ্দিন, নিসচা বড়লেখা উপজেলা সহ সভাপতি আব্দুল আজিজ, প্রচার সম্পাদক রেদওয়ান আহমদ, সমাজ কল্যাণ ও ক্রীড়া সম্পাদক নূরে আলম মোহন, কার্যনির্বাহী সদস্য অজিত রবি দাস, জাকারিয়া আহমদ, শাহরিয়ার শাকিল, মাহিনুর ইসলাম মাহিন ও আফজাল হোসেন রুমেল প্রমুখ।

বক্তারা বলেন, ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর অব্যাহত গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘন বিশ্ব বিবেককে হতবাক করেছে। মুসলিম উম্মাহ ও মানবতাবাদী শক্তির উচিত অবিলম্বে এ নির্মমতার বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো। বক্তারা জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে বলেন, এই অমানবিক নির্যাতন বন্ধে কার্যকর ভূমিকা নিতে হবে এখনই।

সমাবেশে ফিলিস্তিনের শহিদদের আত্মার মাগফিরাত কামনা এবং সকল মুসলিম দেশকে ঐক্যবদ্ধভাবে ফিলিস্তিনের পক্ষে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

ডিএস/আরএ

Explore More Districts