ফিলিস্তিনে ইসরাইল কর্তৃক গণহত্যার প্রতিবাদে কলারোয়ায় বিক্ষোভ মিছিল

ফিলিস্তিনে ইসরাইল কর্তৃক গণহত্যার প্রতিবাদে কলারোয়ায় বিক্ষোভ মিছিল

ডেস্ক নিউজ :: যুদ্ধ বিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনের গাজা, রাফাসহ বিভিন্ন স্থানে ইসরাইল কর্তৃক গণহত্যার প্রতিবাদে সাতক্ষীরার কলারোয়ায় “আমরা মুসলিম উম্মাহ” এর ব্যানারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) আসর নামাজ বাদ কলারোয়া উপজেলা চত্বর থেকে এ বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

জাতীয় ইমাম সমিতি কলারোয়া উপজেলা শাখার সভাপতি ও কলারোয়া থানা কমপ্লেক্স জামে মসজিদের খতিব মাওলানা আসাদুজ্জামান ফারুকী’র সভাপতিত্বে ও কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সহ-সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন পলাশের পরিচালনায় বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার আমীর ও সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা মোঃ কামারুজ্জামান।

এ সময়ে আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক তোফাজ্জেল হোসেন সেন্টু, কলারোয়া উলামা পরিষদের সভাপতি মাওলানা মোঃ ওসমান গনি, আহলে হাদীস আন্দোলন বাংলাদেশ-এর কলারোয়া উপজেলা শাখার সহ সভাপতি অধ্যাপক হাফেজ মোঃ মুহসীন, উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা খায়রুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কলারোয়া উপজেলা শাখার সভাপতি মাওলানা মোঃ শহিদুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মোঃ শহিদুল ইসলাম, পৌর জামায়াতের আমীর অধ্যাপক ইউনুস আলী বাবু, কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ, জাতীয় ইমাম সমিতি কলারোয়া উপজেলা শাখার সহ সভাপতি মাওলানা ইউসুফ আলী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মাওলানা মোঃ রুহুল কুদ্দুস, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম হোসেন, যুবনেতা মমতাজুল ইসলাম চন্দন, কামরুল ইহসান, ছাত্র প্রতিনিধি মোঃ মতিউর রহমান, মুস্তাকিন হোসেন, ফুয়াদ আল আবরার প্রমুখ।

সমাবেশে বক্তারা জাতিসংঘের প্রতি ফিলিস্তিনের উপর বর্বরোচিত হামলাকারী ইসরাইলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এবং বাংলাদেশীসহ সারা বিশ্বের মানুষের প্রতি ইসরাইলের পণ্য বয়কটের আহ্বান জানান।

Explore More Districts