ফিলিস্তিনিদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে বড়লেখায় বিক্ষোভ মিছিল

ফিলিস্তিনিদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে বড়লেখায় বিক্ষোভ মিছিল

ফিলিস্তিনিদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে বড়লেখায় বিক্ষোভ মিছিল

যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলের হামলা এবং ভারতে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ওপর দেশটির আধিপত্যবাদী সন্ত্রাসীদের নির্যাতনের বিরুদ্ধে মৌলভীবাজারের বড়লেখায় পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমা সর্বস্তরের তৌহিদী মুসলিম জনতা পৌরশহরে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ করেছে।

সমাবেশে বড়লেখা মোহাম্মদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার শিক্ষক মাওলানা কাজী এনামুল হকের সভাপতিত্বে এবং সাবেক ইউপি সদস্য ফয়সল আলম স্বপনের সঞ্চালনায় বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।

উপস্থিত বক্তাদের মধ্যে ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম, সাংবাদিক এম. এম. আতিকুর রহমান, মুফতি জিয়াউল হক, প্রভাষক তারেক আহমদ, সাবেক ছাত্রনেতা মোহাম্মদ খায়রুল ইসলাম, মাওলানা আবুল হাসান হাদী, এসময় দুপুর ২ টায় বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করতে দেখা গেছে এতে সভাপতিত্ব করেন উপজেলা তালামীযের সভাপতি মো. রুবেল আহমদ।

বক্তারা ইসরায়েলের মানবতাবিরোধী হামলার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে এ গণহত্যা বন্ধে বিশ্ব সম্প্রদায়ের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। তারা মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলি ও ভারতীয় পণ্য বর্জনের আহ্বান জানান এবং অবিচার ও জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সবার প্রতি আহ্বান জানান। এর আগে এলাকার প্রতিটি মসজিদের ইমাম-মুসল্লিদের কাছে ফিলিস্তিনিদের জন্য দোয়ার আহ্বান জানান।

এদিকে বৃহস্পতিবার (২০ মার্চ) সন্ধ্যায় উপজেলা খেলাফত মজলিসের উদ্যোগে আরেকটি প্রতিবাদ মিছিল ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা খেলাফত মজলিসের সভাপতি কাজী মাওলানা এনামুল হক এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ফয়সল আলম স্বপন।

সমাবেশে বক্তারা ইসরায়েলের নৃশংস হত্যাযজ্ঞের তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে এই গণহত্যা বন্ধে বিশ্বনেতাদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। তারা মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ইসরায়েলি ও ভারতীয় পণ্য বর্জনের ডাক দেন। বক্তারা আরও বলেন, অন্যায় ও জুলুমের বিরুদ্ধে সোচ্চার হওয়া প্রতিটি ন্যায়প্রিয় মানুষের নৈতিক দায়িত্ব।

শুক্রবার (২১ মার্চ) তারাবির নামাজের পর উপজেলার দক্ষিণভাগ বাজারেও সর্বস্তরের তৌহিদি জনতার ব্যানারে আরেকটি প্রতিবাদ মিছিল ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন দক্ষিণভাগ এন.সি.এম. উচ্চ বিদ্যালয়ের জামে মসজিদের ইমাম ও খতিব হেলাল উদ্দিন।

উপস্থিত বক্তাদের মধ্যে বক্তব্য দেন মাওলানা শহীদুল্লাহ নোমানি, মাওলানা আবু রায়হান, বিএনপি নেতা ফয়জুর রহমান, আমিনুল ইসলাম ও মাওলানা খলিলুর রহমান শাহীন, এম সাইফুর রহমান প্রমুখ।

বক্তারা ইসরায়েলের বর্বরতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল যেভাবে হত্যাযজ্ঞ চালাচ্ছে, তা বিশ্ববাসীর জন্য লজ্জার একই সাথে তারা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান। পরবর্তীতে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফিজ খলিলুর রহমান শাহীন।

ডিএস/আরএ

Explore More Districts