ফিফা দ্য বেস্ট: সেরা গোলকিপার হ্যাম্পটন ও দোন্নারুম্মা

ফিফা দ্য বেস্ট: সেরা গোলকিপার হ্যাম্পটন ও দোন্নারুম্মা

ফিফার দ্য বেস্ট গোলকিপার অ্যাওয়ার্ড জিতেছেন ইংল্যান্ডের হানf হ্যাম্পটন ও ম্যানচেস্টার সিটির জিয়ানলুইজি দোন্নারুম্মা।

ইংল্যান্ডের ইউরো ২০২৫ জয়ে এবং চেলসির ঘরোয়া ট্রেবল জয়ে বড় ভূমিকা ছিল হ্যাম্পটনের। অন্যদিকে পিএসজির ইতিহাসে প্রথম চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন দোন্নারুম্মা।

গত অক্টোবরে ব্যালন ডি’অর অনুষ্ঠানে দুজনই ইয়াশিন ট্রফি জিতেছিলেন।

Explore More Districts