ফিফার বিরুদ্ধে ফুটবলারদের জয়, মিলল ছুটির নিশ্চয়তা

ফিফার বিরুদ্ধে ফুটবলারদের জয়, মিলল ছুটির নিশ্চয়তা

খেলোয়াড়দের ইউনিয়নগুলোর সঙ্গে বৈঠকের ফল কী এসেছে, সেটা জানিয়ে লেখা হয়েছে, ‘এতে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে যে ম্যাচগুলোর মধ্যে অন্তত ৭২ ঘণ্টা বিশ্রাম বাধ্যতামূলক থাকা উচিত এবং প্রত্যেক মৌসুম শেষে খেলোয়াড়দের জন্য কমপক্ষে ২১ দিনের একটি বিশ্রাম বা ছুটির ব্যবস্থা থাকতে হবে।’

এই ছুটি ও দুটির ম্যাচের মধ্যে বিরতির বিষয়টি ক্লাব এবং সংশ্লিষ্ট খেলোয়াড়েরা নিজেদের মতো করে ব্যবস্থাপনা করবেন। এ ছাড়া প্রতি সপ্তাহে একটি দিন ছুটি হিসেবে নির্ধারণের বিষয়টিও বিবেচনা করার কথা বলা হয়েছে।

গত বছরের জুনে ফুটবলারদের বৈশ্বিক সংগঠন ফিফপ্রো এবং ইংল্যান্ড ও ফ্রান্সের খেলোয়াড় ইউনিয়নগুলো ফিফার বিরুদ্ধে একটি মামলা করে। যেখানে অভিযোগ করা হয়, ফিফা তার প্রভাবশালী অবস্থানকে অপব্যবহার করে ফিফা বিশ্বকাপ সম্প্রসারণ (৩২ থেকে বাড়িয়ে ৪৮ দল) এবং ক্লাব বিশ্বকাপ (৭ দল থেকে বাড়িয়ে ৩২) চালুর মাধ্যমে তাদের সূচি বাড়িয়েছে, যা ইউরোপীয় প্রতিযোগিতা আইন লঙ্ঘন করেছে।

চলমান ক্লাব বিশ্বকাপের আগে ফিফপ্রো প্রতি মৌসুম শেষে বাধ্যতামূলক চার সপ্তাহের বিরতির দাবি জানায়। সেটাই এখন তিন সপ্তাহ এবং দুটি ম্যাচের মধ্যে ৭২ ঘণ্টার বিশ্রামের সমঝোতায় এসে পৌঁছেছে।

Explore More Districts