ফিফার নিষেধাজ্ঞায় কিংস, মুক্তি পাওয়ার উপায় কী

ফিফার নিষেধাজ্ঞায় কিংস, মুক্তি পাওয়ার উপায় কী

তবে টাকা না দিলে বা নির্দেশনা না মানলে নিষেধাজ্ঞা চলতেই থাকে, এমনকি ক্লাবের বিরুদ্ধে অতিরিক্ত শাস্তিও (যেমন লিগ থেকে অবনমন, পয়েন্ট কর্তন) হতে পারে। ফিফা তখনই নিষেধাজ্ঞা তুলে নেয় যখন তারা নিশ্চিত হয় যে ক্লাব তার দায়বদ্ধতা সম্পূর্ণভাবে পূরণ করেছে।

‎ফুটবল–বিশ্বে খেলোয়াড়-কোচ ও ক্লাবের মধ্যে দেনা-পাওনা নিয়ে ঝামেলা নতুন কিছু নয়। বাংলাদেশের আরেক ক্লাব ফকিরেরপুল ইয়ংমেন্স গত মৌসুমে এক উজবেক ফুটবলার সারদর জাখোনভকে চুক্তিকৃত অর্থ পরিশোধ করেনি। পরে ফিফায় অভিযোগ করেছিলেন সেই ফুটবলার।

‎অভিযোগের কারণে ফকিরেরপুল ফিফার ট্রান্সফার নিষেধাজ্ঞায় পড়ে। যদিও পরবর্তী সময়ে অভিযোগকারী ফুটবলারের অর্থ পরিশোধ করায় ৭ আগস্ট নিষেধাজ্ঞা থেকে মুক্তি মেলে ক্লাবটির।

Explore More Districts