ফিংড়ী বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

ফিংড়ী বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি:সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী, ধুলিহার ও ব্রহ্মরাজপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ জুলাই) বিকালে ফিংড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। বিএনপি নেতা মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির আহবায়ক এডভোকেট নুরুল ইসলাম,সদস্য সচিব নূরি আলম সিদ্দিকী, সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট মোঃ আকবর আলী, প্রভাষক আনারুল ইসলাম, এ এম হাসান, ইসমাইল হোসেন, নাজমুল হোসেন। সভায় বক্তারা বলেন, শহিদ জিয়াউর রহমানের অসমাপ্ত কাজ সমাপ্ত করার লক্ষ্যে অক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। দেশ জাতি রক্ষা করতে হলে বিএনপির পতাকাতলে আসতে হবে৷

Explore More Districts