ফিংড়ীতে ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের উদ্যোগে ইউনিয়ন ক্লাস অনুষ্ঠিত

ফিংড়ীতে ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের উদ্যোগে ইউনিয়ন ক্লাস অনুষ্ঠিত

আল মুজাহিদ, ফিংড়ী:: বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৪নং ফিংড়ী ইউনিয়ন যুব বিভাগের উদ্যোগে এক সফল ইউনিয়ন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ অক্টোবর) সকাল ৬টা ৩০ মিনিটে ফিংড়ী বাজারে অবস্থিত ইউনিয়ন জামায়াত কার্যালয়ে এ ক্লাসটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফিংড়ী ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সভাপতি মুহাম্মাদ আশরাফুজ্জামান। সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারি হেলাল উদ্দিন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফিংড়ী ইউনিয়নের আমীর মুহাম্মাদ শাহিনুজ্জামান। এছাড়াও ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সভাপতি ও সেক্রেটারিবৃন্দসহ বিভিন্ন দায়িত্বশীল কর্মীবৃন্দ অংশগ্রহণ করেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,
“যুব সমাজই একটি জাতির প্রাণশক্তি। ইসলামী আন্দোলনের বিস্তারে যুবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই দাওয়াতি কার্যক্রমের পরিধি বাড়াতে হবে এবং নির্বাচনী প্রক্রিয়ায় ইসলামের পক্ষে সাহসিকতার সঙ্গে কাজ করতে হবে।”

সবশেষে সভাপতির দিকনির্দেশনামূলক বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি সফলভাবে সমাপ্ত হয়।

Explore More Districts