ফার্মগেটের সেজান পয়েন্ট মার্কেটে '২০০' ভরির বেশি স্বর্ণ চুরি

ফার্মগেটের সেজান পয়েন্ট মার্কেটে '২০০' ভরির বেশি স্বর্ণ চুরি

ফার্মগেটের সেজান পয়েন্ট মার্কেটে '২০০' ভরির বেশি স্বর্ণ চুরি

রাজধানীর ফার্মগেটের সেজান পয়েন্ট মার্কেটে স্বর্ণ চুরির ঘটনা ঘটেছে। দোকান মালিকদের দাবি, ২০০ ভরির বেশি স্বর্ণ লুট করা হয়েছে। পুলিশ জানায়, একটি দোকান থেকে ১০০ ভরি আর আরেকটি থেকে ৫০ ভরি স্বর্ণ খোয়া গেছে।

বুধবার (৬ মার্চ) সকালে দোকান মালিকরা দোকান খুলে এ লুটের বিষয়ে জানতে পারেন। মার্কেটের চার তলার দুইটি দোকান থেকে এসব স্বর্ণ চুরি হয়। এরপর তারা বিষয়টি পুলিশকে জানান।

সিসিফুটেজে দেখা যায়, গতকাল রাত তিনটার দিকে হেলমেটধারি দুই চোর দোকানে ঢুকে চুরি করছে। এদিকে মার্কেটে চুরির ঘটনা তদন্ত করছে ডিবি পুলিশ। ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ জানান, সিসি ফুটেজ দেখে চোর শনাক্তে কাজ চলছে।

এটিএম/

Explore More Districts